নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আবুধাবি ফিরেছেন আরো ১৫২ জন

- আপডেটের সময় : ১২:০২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ৪৪০ টাইম ভিউ
করোনাভাইরাসের সংক্রমণের কারণে আবুধাবিতে আটকে পড়া আরো ১৫২ বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। আজ বুধবার সকালে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আবুধাবিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আবুধাবী থেকে আগত প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে মঙ্গলবার দেশটি থেকে ১৪০ জনকে ফিরিয়ে আনে ইউএস-বাংলা।