গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ মৃত্যু, আক্রান্ত ৩৪৬২
- আপডেটের সময় : ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ৩৬৩ টাইম ভিউ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৪৬২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। এছাড়া একই সময়ে মারা গেছেন আরো ৩৭ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৮২ জন।
বুধবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৫৮২ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৯ হাজার ৬৬৬ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ২৮ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, খুলনা কিভাগের সাতজন, রাজশাহী বিভাগের ছয়জন এবং বরিশাল ও রংপুর বিভাগের একজন করে।
তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৪ জনের, বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের।
বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে; ৬১-৭০ বছরের মধ্যে রয়েছেন নয়জন, আটজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। ২১-৩০ ও ৩১-৪০ বছরের মধ্যে রয়েছে দুজন করে এবং একজনের বয়স ১১-২০।
চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৭৪৯ জনকে, ছাড় পেয়েছেন ৫১৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ১৫৮ জন।
এই সময়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২ হাজার ৬৩১ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ৮১৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৯৬০ জন।
সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.০৭ শতাংশ; আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.২৯ শতাংশ এবং সুস্থতার হার ৪০.৪৯ শতাংশ।
এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত ৯৩ লাখ ৭৩ হাজার ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ১৪০ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫০ লাখ ৬২ হাজার ৮৪০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। অপরদিকে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন।#