একদিনে নতুন আক্রান্ত হয়েছেন আরো ১ লাখ ৪০ হাজার মানুষ

- আপডেটের সময় : ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ৪১৭ টাইম ভিউ
করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৪৬২ তে পৌছেছে। গতকাল একদিনে নতুন আক্রান্ত হয়েছেন আরো ১ লাখ ৪০ হাজার মানুষ। গতকাল নতুন আক্রান্তের শীর্ষে আমেরিকা, একদিনে ৩২ হাজারের বেশী মানুষ আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে নতুন আক্রান্ত হয়েছেন ২৫ হাজার, ভারতে ১৪ হাজার, রাশিয়ায় ৮ হাজার সহ মোট ১ লাখ ৩৮ হাজারের বেশী মানুষ। পৃথিবীর ২১৩ টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৮০ হাজার । এর মধ্যে শুধু আমেরিকায় আক্রান্ত প্রায় ২৩ লাখ ৯০ হাজার মানুষ। সুস্হ হয়েছেন ৪৯ লাখ ৫ হাজার, আশংকাজনক অবস্হায় আছেন ৫৮ হাজার।
প্রাণঘাতী করোনা সর্বাধিক চড়াও হয় ইউরোপ -আমেরিকায়। ইউরোপে মারা গেছেন প্রায় ১ লাখ ৮৭ হাজার ৯২৯ জন। আর শুধু আমেরিকাতেই মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৬১০ জন মানুষ। উত্তর আমেরিকায় মোট মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ জন, দ. আমেরিকায় মারা গেছেন ৭২,৫৮০ জন , এশিয়ায় মারা গেছেন ৪৯,০৪৮ জন, আফ্রিকায় মারা গেছেন ৮ হাজার ৩৭১ জন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে, একদিনে মারা গেছেন ১,০৪৪ জন জন। নতুন মৃত্যু হয়েছে ব্রাজিলে ৭৪৮ জনের, আমেরিকায় ৩৬৩ জনের, ভারতে ৩১২ জনের, চিলি পেরুতে ১৭৮ জনের, ইরানে ১১৯ জনের, রাশিয়ায় ৯৫ জনের, পাকিস্তানের ৮৯ জনের, মিশরে ৮৫ জনের, কলম্বিয়ায় ৭৩ জনের, সুইডেনে ৬৯ জনের, ইরাকে ৬৭ জনের, দক্ষিণ আফ্রিকায় ৬১ জনের,সৌদী আরবে ৪০ জনের, বাংলাদেশে ৩৮ জনের, ইন্দোনেশিয়ায় ৩৫ জনের, বলিভিয়ায় ৩৩ জনের, তুরস্কে ২৪ জনের, ফ্রান্সে ২৩ জনের, ইতালিতে ২৩ জনের, চিলিতে ২৩ জনের, গোয়েতেমালায় ১৭ জনের ও আফগানিস্তানে ১৭ জনসহ অন্যান্য দেশ মিলে ৩ হাজার ৮৫৮ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আমেরিকায় মৃত ১,২২,৬১০ জন, ব্রাজিলে ৫১,৪০৭ জন, ব্রিটেনে ৪২,৬৪৭ জন, ইতালিতে ৩৪,৬৫৭ জন, ফ্রান্সে ২৯,৬৬৩ জন, স্পেনে ২৮,৩২৪ জন, মেক্সিকোতে ২১,৮২৫ জন, ভারতে ১৪,০১৫ জন, ইরানে ৯,৭৪২ জন, বেলজিয়ামে ৯,৬৯৬ জন, জার্মানিতে ৮,৯৬৯ জন, কানাডায় ৮,৪৩৪ জন, পেরুতে ৮,২২৩ জন, রাশিয়া ৮,২০৬ জন, নেদারল্যান্ডে ৬,০৯০ জন, সুইডেন ৫,১২২ জন, তুরস্কে ৪,৯৭৪ জন, চীনে ৪,৬৩৪ জন, চিলিতে ৪,৫০২ জন, ইকুয়েডরে ৪,২২৩ জন, পাকিস্তানে ৩,৫৯০ জন, ইন্দোনেশিয়ায় ২,৫০০ জন, কলম্বিয়ায় ২,৩১০ জন, মিশরে ২,২৭৮ জন, সুইজারল্যান্ডে ১,৯৫৬ জন দ. আফ্রিকায় ১,৯৯১ জন, আয়ারল্যান্ডে ১,৭১৭, পর্তুগালে ১,৫৩৪ জন, রোমানিয়ায় ১,৫২৩ জন, বাংলাদেশে ১,৫০২, পোলান্ডে ১,৩৫৯ জন, সৌদী আরবে ১,৩০৭ জন, ফিলিপাইনে ১,১৭৭ জন, ইরাকে ১,১৬৭ জন, আর্জেন্টিনায় ১,০১৬ জন, ইউক্রেনে ১,০১২ জন, ও জাপানে ৯৫৩ জনসহ অন্যান্য দেশ মিলে মোট ৪ লাখ ৭৩ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে।