ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

কুলাউড়ার হাজীপুরে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্য

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / ৫১৬ টাইম ভিউ

 


বিদ্যুৎস্পর্শে মকবুল আলী (লোন) ৫৫ মৃত্যু হয়েছে। নিহত মকবুল আলী (লোন) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও( বনগাঁও) গ্রামের বাসিন্দা ।

আজ ১৯ জুন ( শুক্রবার) দুপুরের দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে ।
পাশে বিদ্যুৎ চালিত শ্যালো মেশিনে ফিটিংয়ের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মকবুল আলী (লন)
“ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন”
মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৫৫ ।
অদ্য দুপুরে এ দূর্ঘটনা ঘটে বলে সোস্যাল মিডিয়া ফেসবুক স্টেটাস দেন পার্শ্ববর্তী ওয়ার্ডের বিশিস্ট সংগঠক রহমান খাঁন ।

বাড়ির পাশেই সংযোগ মেরামত করতে গিয়ে অসাবধাণতাবসত বিদ্যুৎস্পর্শে মকবুল আলী ( লন) অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে , বিদ্যুৎস্পর্শে উনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন,
তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।
তিনি পিরের বাজার ইসলামি সমাজ কল্যাণ সংস্হার একজন সক্রিয় কর্মি ছিলেন ।
তার মৃত্যতে সামাজিক সংগঠন বন্ধন সোসাইটি হাজীপুর- চান্দগাঁও একতা যুবসংঘ ,আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীপুর ইউনিয় শাখা,পিরের বাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্হা সমবেদনা জ্ঞাপন করে।
ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত’র উপদেস্টা – কুয়েতস্হ সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টীর সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য শেখ নিজামুর রহমান টিপু বলেন উনার মৃত্যতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত । উনার বিদেহী আত্মার শান্তী কামনা করছি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন ।

 

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ার হাজীপুরে বিদ্যুৎ স্পর্শে একজনের মৃত্য

আপডেটের সময় : ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

 


বিদ্যুৎস্পর্শে মকবুল আলী (লোন) ৫৫ মৃত্যু হয়েছে। নিহত মকবুল আলী (লোন) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও( বনগাঁও) গ্রামের বাসিন্দা ।

আজ ১৯ জুন ( শুক্রবার) দুপুরের দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে ।
পাশে বিদ্যুৎ চালিত শ্যালো মেশিনে ফিটিংয়ের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মকবুল আলী (লন)
“ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন”
মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৫৫ ।
অদ্য দুপুরে এ দূর্ঘটনা ঘটে বলে সোস্যাল মিডিয়া ফেসবুক স্টেটাস দেন পার্শ্ববর্তী ওয়ার্ডের বিশিস্ট সংগঠক রহমান খাঁন ।

বাড়ির পাশেই সংযোগ মেরামত করতে গিয়ে অসাবধাণতাবসত বিদ্যুৎস্পর্শে মকবুল আলী ( লন) অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে , বিদ্যুৎস্পর্শে উনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন,
তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।
তিনি পিরের বাজার ইসলামি সমাজ কল্যাণ সংস্হার একজন সক্রিয় কর্মি ছিলেন ।
তার মৃত্যতে সামাজিক সংগঠন বন্ধন সোসাইটি হাজীপুর- চান্দগাঁও একতা যুবসংঘ ,আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীপুর ইউনিয় শাখা,পিরের বাজার ইসলামী সমাজ কল্যাণ সংস্হা সমবেদনা জ্ঞাপন করে।
ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ কুয়েত’র উপদেস্টা – কুয়েতস্হ সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টীর সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য শেখ নিজামুর রহমান টিপু বলেন উনার মৃত্যতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত । উনার বিদেহী আত্মার শান্তী কামনা করছি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন ।