উহানকে ছাড়িয়ে গেল মুম্বাই

- আপডেটের সময় : ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / ৬০২ টাইম ভিউ
নিউজ ডেস্ক : চীনের উহানকে ছাড়িয়ে গেছে ভারতের অর্থনীতির রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। করোনা ভাইরাস প্রথমে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে। কিন্তু উহানের সংক্রমণের চেয়ে মুম্বাইয়ের মোট সংক্রমণ অনেক বেশি। সেখানে করোনা সংক্রমণ শুরুর পর কমপক্ষে ৫১ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন বলে রেকর্ড করা হয়েছে। ভারতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বৃদ্ধির মধ্যে এমন খবর প্রকাশ করেছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৯০ হাজার। মুম্বই হলো এই রাজ্যের রাজধানী।
এ ছাড়া সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতের রাজধানী দিল্লিতে। কর্তৃপক্ষ বলছে, তাদের আশঙ্কা জুলাইয়ের শেষ নাগাদ সেখানে সংক্রমিতের সংখ্যা কমপক্ষে ৫ লাখ ছাড়িয়ে যাবে।