বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সফিকুল ইসলাম
- আপডেটের সময় : ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ৬২৫ টাইম ভিউ
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি,মহান স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সদ্য-সরকারিকরণকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম।
জানা যায়,গত ১লা মার্চ ২০২০ রোজ রবিবার বেলা ২.৩৫ মিনিটে প্রথমে কলেজের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডাঃ রাশেদ শমশের। এ সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এরপর কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে আরেকবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এসময় তাঁর সাথে ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ রাশেদ শমশের,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র/ছাত্রীসহ প্রমুখ ব্যক্তবর্গ।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাস হতে ৩টি ভিন্ন ভিন্ন বাসে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলের উদ্দেশ্য যাত্রা করেন।দুপুর ২টার সময়ে সেখানে পৌছায় কলেজের গাড়িবহর।প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন এবং সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।পরে সমাধিস্থলে রাখা পরিদর্শন বইতে সভাপতি মহোদয়ের সাথে নিজেও নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম ।