প্রবাসী বিএনপির কান্ডারী আহমদ আলী মুকিব
- আপডেটের সময় : ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ৪৯২ টাইম ভিউ
দেশদিগন্ত ডেস্ক: সফলতা কখনো একদিনে পাওয়া যায়না। সফল হতে হলে অক্লান্ত পরিশ্রম করতে হয়। প্রবাসে বাংলাদেশের রাজনীতিতে যে কয়জন রাজনীতিবিদ তাদের কাজের মধ্য দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তাদেরই একজন হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি আলহাজ্ব আহমদ আলী মুকিব।
সাদামাটা জীবনযাপন করা একই সাথে নিজের ব্যাক্তিগত জীবন,প্রবাসে রাজনৈতিক অঙ্গন, নিজ এলাকার বাসিন্দাদের মন জয় করে তাদের ভালোবাসা অর্জন সব ক্ষেত্রেই সমানতালে সফলতা অর্জন করেছেন। এই সফলতার পেছনে অন্যতম প্রধান কারন তার সাধারন জীবনযাপন ও মানুষের বিপদে আপদে সর্বক্ষন পাশে থাকার এক আদম্য মানষিকতা।দেশে বিদেশে ও এলাকার সর্বস্তরের মানুষের মধ্যমণি করে রেখেছে। সব প্রতিবন্ধকতাকে জয় করে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন।
বিএনপির নিবেদতি প্রাণ এই বিএনপি নেতার বাড়ি হবিগঞ্জের হাওরবেষ্টিত আজমিরীগঞ্জের উপজেলার শিবপাশা গ্রামে। পিতা আলহাজ হাফেজ আবদুশ শহীদও ছিলেন জাতীয়তাবাদী আদর্শের অনুসারী। আশির দশকেই আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হন আহমদ আলী মুকিব। নব্বই দশকের গোড়ার দিকে সৌদি আরব পাড়ি দেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি জড়িয়ে পড়েন সৌদি আরব শাখা বিএনপির রাজনীতিতে। ‘৯৮ সালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের জন্য তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসনের ত্রাণ তহবিল সংগ্রহে ব্যাপক ভূমিকা রাখেন। ফলে ৯৮ সালে সৌদি আরব শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই নিরলসভাবে কাজ করে যান দলের জন্য। ওয়ান-ইলেভেনের দুঃসময়ে তাকে প্রবাসে আন্দোলন গড়ে তোলার দায়িত্ব দেন বিএনপি চেয়ারপারসন। ২০০৯ সালে পান পদোন্নতি। নির্বাচিত হন সৌদি আরব শাখা বিএনপির সভাপতি। মধ্যপ্রাচ্য ও ইউরোপ বিএনপির শাখা শক্তিশালী ভিত গঠনে মনোনিবেশ করেন। সৌদি আরব বিএনপির শক্ত সাংগঠনিক ঘাঁটি গড়ে তুলেছেন, শহীদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন ছড়িয়ে দিয়েছেন, মেরুর বুকে ধানের শীষের বীজ রোপন করেছেন, তেমনি তিনি মধ্যে প্রাচ্য প্রতিটি দেশে সর্বত্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিএনপি কে শক্তিশালী করার সাফল্য ছড়িয়ে দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,সম্প্রতি আহমেদ আলী মুকিব, মধ্যেপ্রাচ্য বিএনপির আনুষ্ঠানিক সাংগঠনিক দায়িত্বে মনোনীত হয়েছেন–
উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মধ্যেপ্রাচ্য বিএনপিকে ঢেলে সাজাতে দায়িত্ব দেওয়া হয়েছে ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আহমদ আলী মুকিব বলেন –বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর যে আস্থা এবং ভরসা রেখেছেন আমি ইন-শা-আল্লাহ মধ্যপ্রাচ্য বিএনপিকে অতিতের ন্যায় ভবিষ্যতেও আরো গতিশীল ও সুসংগঠিত করে এর প্রতিদান দিবো। মধ্যপ্রাচ্য বিএনপি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে কাজ করে যাবো। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিনা গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। এই আন্দোলনকে গতিশীল করার জন্য প্রয়োজন গতিশীল নেতৃত্ব তাই আমরা মধ্যপ্রাচ্য বিএনপিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি।