কুলাউড়ার হাজীপুরে বন্য প্রানীর আক্রমনে ৬ জন আহত

- আপডেটের সময় : ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ২০১০ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রামে বন্য প্রানী শুকরের আক্রমনে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ ১ জানুয়ারী বিকালে দেওছড়া বাগান থেকে নেমে আসা একদল বন্য শুকরের আক্রমনে একই গ্রামের ৬ জন আহত আহত হয়েছেন। আহতরা হলেন লিয়াকত আলী (৫০) বারিক মিয়া (৪৮) মখলিছ মিয়া (৪০) সালমান আহমদ (১৩) আমিনা বেগম (৫৬) রইছ আলী (৫৭)।
বন্য প্রানী গুলো সামনে যাকেই পেয়েছে তাকেই আক্রমন করেছে বলে জানিয়েছেন আহত বারিক মিয়া তিরির শরিরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে রক্তাক্ত জখম করেছে।আহত লিয়াকত আলী জানান তাহার ছেলে সালমানকে বাচাঁতে গিয়ে তিনি নিজেও আহত হয়েছে।সকলেই স্থানীয় চিকিৎসায় সুস্থ আছেন। এলাকাবাসী দুটি শুকর মেরে ফেলেছেন।বাকি দুটি কেওলাবিল দিয়ে পালিয়েছে গিয়েছে বলে জানাগেছে।ঘটনার সময় এলাকায় কয়েক শতাধীক লোকজন এই বন্য প্রানীকে দেখতে আসেন।
মৃত শুকর দুটি শরীফপুর ইউনিয়নের তিলপুর চা শ্রমিক রা নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন আহতরা।