কুলাউড়া মডেল হাইস্কুল প্রতিষ্টায় মতবিনিময়
- আপডেটের সময় : ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ৪৫৪ টাইম ভিউ
কুলাউড়া উপজেলার দক্ষিন ছাতগাও এলাকায় ‘কুলাউড়া মডেল হাইস্কুল’ প্রতিষ্টাকল্পে বৃহস্পতিবার দুপুরে সর্বস্তরের জনতার উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব করিম মিন্টুর সভাপতিত্বে ও সদস্য এবাদুর রহমানের পরিচালনায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময়ে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ও কর্মধা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক। অন্যান্যের মধ্যে স্কুল প্রতিষ্টায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক মইনুল ইসলাম শামীম,বিশিষ্ট সমাজসেবী মোতাহির আলম চৌধুরী,রাজানুর রহিম ইফতেখার,আব্দুল মোহিত,আব্দুস সহিদ,সাংবাদিক সেলিম আহমদ ও নাজমুল বারী সোহেল,স্কুলের পরিচালক মন্ডলীর সদস্য সুয়েব আহমদ,সাদিকুর রহমান,আব্দুল জব্বার,জিল্লুর রহমান, সামসুদ্দিন বাহার,সুরমান আহমদ প্রমুখ। সভায় নব-প্রতিষ্টিত স্কুলে ভর্ত্তি কার্যক্রম শুরু করার ও নুতন বছরের ১লা জানুয়ারী থেকে সরকারী বিধি-মোতাবেক ক্লাস কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়।