কাপাসিয়া যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত
- আপডেটের সময় : ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
- / ৫৬২ টাইম ভিউ
কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় ১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে এবং ২ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়কের ঘাগটিয়া চালা বাজারের পূর্ব পাশে ঢাকা থেকে ছেড়ে আসা স¤্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি’র ৫ জন যাত্রীর মাঝে ৩ জন নিহত হয়। এরা হলো উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের সফিকুলের স্ত্রী হেনা আক্তার (৩৮), তার মেয়ে মানসুরা আক্তার (১০) ও শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুশাদিয়া গ্রামের জগদীশ বর্মনের পুত্র জীবন চন্দ্র বর্মন (৪০)। আহতরা হলো উপজেলার বারিষাব ইউনিয়নের চেংনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী সাবানী বেগম ও নিহত জীবন চন্দ্রের ভাগ্নী রীতা রাণী বর্মন।