কুলাউড়ায় চা-শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ

- আপডেটের সময় : ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
- / ১১৪৪ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ায় ঝেঁকে বসা শীতার্ত দুই শতাধিক মহিলা চা-শ্রমিকদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের শ্রমিকদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক নাজিয়া শিরীন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া ওসি ইয়ারদৌস হাসান, চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক ইফতেখার এনাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, ইউপি চেয়ারম্যান জনাব আলী, ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক, চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক ইফতেখার এনাম প্রমুখ