প্রকাশিত সংবাদের প্রতিবাদ!
- আপডেটের সময় : ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
- / ১২৯৮ টাইম ভিউ
সাম্প্রতি কয়েকটি অনলাইন গন্যমাধ্যম ও দৈনিকে প্রকাশিত রাৎগাঁও ইউপি সদস্য কর্তৃক অতি দরিদ্রদের জন্য (ইজিপিপি) কর্রমসূচীর আওতায় প্রকল্পের কাজে অনিয়ম ও টাকা আত্মসাৎ এর অভিযোগে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তা আমার দৃস্টি গোচর হয়েছে, যা সম্পুন মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে এক বছর আগে এই প্রকল্পের কাজ শতভাগ সঠিকভাবে শেষ হলে (পি-আই) অফিস থেকে সেই কাজের বিলও দেওয়া হয়। সেই সময় এলাকার কিছু লোকজন কাজের অনিয়ম এনে আমার বিরুদ্বে কুলাউড়া ইউ্এনও বরাবরে একটি অভিযোগ দিয়েছিলেন, এর প্রেক্ষিতে কুলাউড়া জন স্বাস্থ্য অফিসের উপ- সহকারী প্রকৌশলী মো: মোহসিন সরেজমিন মাঠে তদন্ত করতে গেলে অভিযোগ কারী কেউ তখন উপস্থিত হোন নাই, আর অভিযোগের কপিতে যাদের স্বাক্ষর ছিলো এর মধ্যে কয়েকজন সরেজমিন এসে এসব স্বাক্ষর জাল বলে চিহ্নিত করেন। এরপর তদন্ত কর্মকর্তা এসব অভিযোগের কোনো সত্যতা না পেয়ে বিষয় মিথ্যা বলে গত ২৪ এপ্রিল ইউ্এনও বরাবরে রিপোর্ট প্রদান করেন। কিন্তু প্রায় ১০ মাস পর আমার বিরুদ্বে কে বা কাহারা সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে। আমি বার বার আমার ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছি। প্রকৃতপক্ষে আমার রাজনীতি ও জনপ্রতিনিধির জনপ্রিয়তাকে হেয়-প্রণিত করতে এলাকার একটি মহল সবসমই সংবাদপত্র ছাড়াও সামাজিক যোগাযোগ ফেসবুকে ও আমার বিরুদ্বে প্রায়ই নানা কূসাৎ রটাচ্ছে। আমার বিরুদ্বে প্রকাশিত এসব সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো: আনু মিয়া ইউপি সদস্য রাৎগাওঁ ইউনিয়ন পরিষদ, কুলাউড়া।