যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুবলীগ ইতালী শাখা
- আপডেটের সময় : ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ৫৩১ টাইম ভিউ
যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুবলীগ ইতালী শাখা
মেহেনাস তাব্বাসুম শেলি রোম প্রতিনিধিঃ “রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন বিস্ময় বিশ্বায়ন”এই শ্লোগানকে সামনে রেখে জনগণের ক্ষমতায়নকে সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে জাঁকজমক পূর্ণভাবে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখা। গত ১১ই নভেম্বর সোমবার সন্ধ্যায় ইতালী রাজধানী রোমে ফ্লেভার্স আব ইন্ডিয়া রেস্টুরেন্ট সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
এতে যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ও মুক্তিযোদ্ধ পরবর্তী সময়ের যুদ্ধ বিধ্বস্ত বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় যুবলীগের ভূমিকার কথা উল্লেখ করে সভায় উপস্থিত আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দেরা পক্ষে বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘ ৪৭বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ যুবলীগ পাড়ি দিয়েছে অনেক ঘাত প্রতিঘাত। অর্জন করেছে মানুষের ভালবাসা ও বিশ্বাস। এই ধারা অব্যাহত রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরো এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্দে, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি,সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি ,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ সহ অনেকে।
যুবলীগ ইতালী শাখার দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ কল্যান সম্পাদক মহিউদ্দিন মহি, সম্মানীত সদস্য আলাউদ্দিন শিমুল, আমিন বেপারী, নূরুল ইসলাম, রফিক বেপারী, নাজমুল গোলাপী, গিয়াস উদ্দিন হাসান, সৈয়দ সুমন, শাহবুদ্দিন, সোহাগ, যুবলীগের নজরুল আসলাম, শামীম মুন্সি, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর বেপারী, আসলাম প্রমুখ।
এছাড়াও আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ইতালী যুবলীগ সহ ইতালী আওয়ামী লীগ, ইতালী মহিলাআওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা সহ স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুজিব আর্দশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাপনি বক্তব্যতে ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দর্শন ‘দেশ ও মানুষের উন্নয়ন’ পূরণের লক্ষ্যে যুবলীগ ইতালী শাখার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করে সংগঠনের নেতৃবৃন্দ একে অন্যকে মিষ্টিমুখ করান।