কুলাউড়ার কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও দিলদারপুর স্কুল পেলো ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড
- আপডেটের সময় : ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
- / ১৬৭৮ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও দিলদারপুর উচ্চ বিদ্যালয়কে সফল ‘কানেক্টিং ক্লাসরুম’ প্রোগ্রাম বাস্তবায়নে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) প্রদান করেছে ব্রিটিশ কাউন্সিল।
বুধবার ০৬ নভেম্বর রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি)। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ, বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বর, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা, ডিরেক্টর (এডুকেশন) ডেভিড মেনার্ড এবং হেড অব স্কুলস মোশাররফ তানসেন।
দিলদারপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুপিয়া বেগম ও ব্রিটিশ কাউন্সিলের কো-অর্ডিনেটর অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মোহাম্মদ আব্দুল মুমিন অতিথিদের কাছ থেকে অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।এবং কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ হেলাল আহমদ বিদ্যালয়ের পক্ষে অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।
অনুষ্ঠানে সারাদেশের অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে কানেক্টিং ক্লাসরুম এর গুরুত্ব ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগমকে অনুরোধ জানানো হয়। তিনি তার বক্তব্যে ভারত, পাকিস্তান, নেপাল সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশের কথা উল্লেখ করে বলেন, আমার শিক্ষক ও শিক্ষার্থীরা দেশ ও দেশের বাহিরের শিক্ষক শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদের শিক্ষা, সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময় করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও এসডিজি ৪ বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করছে।
তিনি আরও বলেন, এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন আমার বিদ্যালয় ও দেশের জন্য অত্যন্ত সম্মানজনক যার জন্য আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তিনি এই অর্জনে তার বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ব্রিটিশ কাউন্সিলের কো-অর্ডিনেটর আব্দুল মুমিনকে অভিনন্দন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়ে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হেলাল আহমদ অভিব্যাক্তি প্রকাশ করে বলেন, তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ , প্রধানশিক্ষক জনাব মোঃ ফজল উদ্দিন আহমদ, সহকারি শিক্ষক জনাব মোঃ আনোয়ার আলী, জনাব মোঃ আক্তার উদ্দিন, জনাব মোঃ আতিকুর রহমান, জনাব মোঃ ইমরান আহমদ, অফিস সহকারী জনাব নিমল চন্দ্র পাল, দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার, মেহজাবিন ইসলাম, লাবনী সূত্রধর, আমরিন সুলতানা, মাজিয়া আক্তার,আল আমিন, উত্তম সূত্রধর, সাকের আহমদ ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং ডিবেটিং ক্লাবের সকল সদস্যবৃন্দ, ব্রিটিশ কাউন্সিল স্কুল আম্বাসেডর মোঃ কামাল উদ্দিনকে। আমাদের এই গৌরবময় অর্জন প্রতিষ্ঠানের সকলের।