গোয়াইনঘাটে কোটি টাকার হিরোইন সহ ছাত্রদল নেতা আটক
- আপডেটের সময় : ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
- / ৪০১ টাইম ভিউ
নিজস্বপ্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে প্রায় ১ কোটি টাকার হেরোইন নিয়ে ছাত্রদল নেতা লিটনসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা য়ায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলাধীন জাফলং মোহাম্মদপুর এলাকার দুলাল মিয়ার বাড়ী থেকে একটি স্কুল ব্যাগে ভর্তি বিভিন্ন রকমের কাপড়ের লেইস দিয়ে সেলাই করা হেরোইনের প্যাকেট এবং কসটেপ, সেলাই মেশিনসহ বিপুল পরিমান সরঞ্জাদিসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়ে। সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের তত্ত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, এসআই মুহিবুর রহমান, এসআই যিশু দত্ত, এসআই রাজিব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ ৩ জনকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলো পশ্চিম লাখের পাড় গ্রামের আব্দুস শহীদ’র পুত্র আব্দুল মালিক লিটন (৩৫), গাইবান্ধা জেলার আলীরবাজার মাছের ভিটা গ্রামের আমজাদ হোসেনের পুত্র মাসুম আহমদ (২৯), ভাউরভাগ গ্রামের সুবল ব্যার্জির পুত্র সোহেল ব্যানার্জি (৩০)। এলাকাবাসী জানান দীর্ঘদিন থেকে উপজেলার পর্যটন এলাকা জাফলংকে কেন্দ্র করে হেরোইন, ইয়াবা, মদ ফেন্সিডিল ব্যাবসা করে আসছে এই চক্রটি। বিভিন্ন সময় এলাকাবাসীরা দেখলেও এদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট’র পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন মাদক, হেরোইন, ফেননিডিলসহ সকল প্রকার অপরাধ দুরিকরণে জিরো টলারেন্সে রয়েছেন। আর তারই নির্দেশনায় গোয়াইনঘাটে নিয়মিত মাধক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে