যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেটের সময় : ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
- / ৩৪২ টাইম ভিউ
ক্যালিফোর্নিয়া (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখা সোমবার লস অ্যাঞ্জেলেসের গ্রিফিত পার্কের ক্রিস্টাল স্প্রিং প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ, আমেরিকা এবং বিএনপির দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম ওয়াহিদ এর উপস্হাপনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার সাবেক সভাপতি আব্দুল বাছিত, নজরুল ইসলাম চৌধুরী, শামসুজ্জোহা বাবলু প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জনান।