ছাত্রদলের রাজনীতি করায় আমার স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে
- আপডেটের সময় : ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
- / ৪৪৫ টাইম ভিউ
নগরীর শাহজালাল উপশহর এলাকার এনামুল হক ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন এনামুলের স্ত্রী শ্যামা হক।
বৃহস্পতিবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামা হক বলেন, সরকারি দলের একজন প্রভাবশালী নেতার ইশারায় পুলিশ আমার স্বামীর পকেটে ইয়াবা ঢুকিয়ে তাকে আটক করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্যামা হক আরো বলেন, গত ২৫ আগস্ট রাত ৮টার দিকে আমার স্বামী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সিলেট ল’ কলেজের সামনে নেওয়াজ নামে এক ছাত্রলীগ কর্মী ডাক দিয়ে রিকশা থামায়।
রিকশা থেকে নামার পরপরই আর্মড পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। অথচ তার বিরুদ্ধে কোনো মামলায় ওয়ারেন্ট ছিল না। তাকে তারা মারধর করে হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও তার পকেটে ইয়াবা ট্যাবলেট রেখে দেয়। পরে সামাদ ও সাজু নামের দুইজন আসামির সঙ্গে পুলিশ অ্যাসল্ট ও ইয়াবা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
সংবাদ সম্মেলনে শ্যামা হক বলেন, অন্য একটি মামলায় আমার দেবর একরামুল হকও এখন জেলে। আমার শ্বশুর এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আরো বড় ক্ষতির আশঙ্কা করছি। ’ শ্যামা হক প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।