কুলাউড়ায় ভাইর হাতে ছোট ভাই খুন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ
- আপডেটের সময় : ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০১৯
- / ৬৬৮ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কর্মধা এলাকায় বড় ভাইর হাতে ছোট ভাই মর্মান্তিকভাবে খুন হওয়ার ঘটনায় ঘাতক ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। ১১ আগস্ট রোববার সকালে নিহতের নানার বাড়ীতে এ মর্মান্তিক ঘটনার পর পর ঘাতক ভাই পালিয়ে যায়। পরে কুলাউড়া থানার এসআই রহিম এর নেতৃত্বে এএসআই আক্তারসহ একদল পুলিশ ঐদিন বিকেলে ঝটিকা অভিযান চালিয়ে টিলাগাও ইউনিয়ন এলাকা থেকে ঘাতককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
থানাসুত্রে জানা যায় ১১ আগস্ট রোববার সকাল ৬ টার দিকে নুনা গ্রামে নানার বাড়ীতে অবস্থানরত বড় ভাই মামুনুর রশীদ মামুন (৩০) অতর্কিতভাবে আপন ছোট ভাই ৯ম শ্রেনীর মাদ্রাসা ছাত্র রাজিবুর রহমান রাজিব (১৭) কে ধারালো অস্ত্র দিয়ে গলাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে ঘটনাস্থলে খুন করে পালিয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি ইয়াদৌস হাসান,ওসি (তদন্ত) সηয় চক্রবর্তীসহ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে প্রেরন করেন। খুনের ঘটনায় নিহতের বাবা ওয়ারিছ আলী বাদী হয়ে ঘাতক ছেলের বিরুদ্ধে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেছে বলে ওসি (তদন্ত) জানান।