আজ ঢাকায় আসছেন বান কি-মুন

- আপডেটের সময় : ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
- / ৪৭৩ টাইম ভিউ
জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের সভাপতি বান কি মুন তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন।
আগামীকাল থেকে ঢাকায় অনুষ্ঠেয় দুই দিনব্যাপী গ্লোবাল কমিশন অব অ্যাডাপটেশনের বৈঠকে যোগ দেবেন তিনি।
সূত্র জানায়, সফরকালে ড. হিলদা হেইন, বান কি-মুনের কক্সবাজারের উখিয়ায় কুরুশখুল বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।
এরপর সন্ধ্যায় ড. আবদুল মোমেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক নৈশভোজের আয়োজন করবেন।
ড. হিলদা হেইন ও বান কি-মুন বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করবেন।