নিখোঁজ শিশুকে মা-বাবার হাতে তুলে দিলেন কুলাউড়া ওসি

- আপডেটের সময় : ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
- / ৬৪৫ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ চার বছর বয়সী জুনাইদকে বাসায় রেখে কাজে চলে যান মা। কাজ শেষে বাসায় ফিরে আদরের ছেলেকে না পেয়ে দিশেহারা। একপর্যায়ে একটি শিশু থানা হেফাজতে রয়েছে এমন খবরে থানায় গেলে নিজের ছেলে জুনাইদ (৪) কে সনাক্ত করেন মা-বাবা। পরে শিশুকে মা-বাবার হাতে তুলে দেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান। ঘটনাটি ঘটে ০২ জুলাই মঙ্গলবার কুলাউড়া পৌরশহরের মাগুরায়।
ওসি জানান, সকাল ৯টায় শিশুটিকে বাসায় রেখে কাজে চলে যান মা খাদিজা বেগম। কোন এক সময় শিশুটি বাসার বাইরে চলে আসে। কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক চটপটিওয়ালা তাকে পেয়ে আমাদের খবর দিলে আমার হেফাজতে নিয়ে আসি শিশুটিকে। পরে স্থানীয়দের উপস্থিতিতে দুপুর ২টায় শিশুটি মা-বাবার হাতে তুলে দেই।