৩০ জুনের মধ্যে ‘বালিশ দুর্নীতির’ তদন্ত প্রতিবেদন জমা হবে : গণপূর্তমন্ত্রী
- আপডেটের সময় : ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯
- / ৫১৬ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বিছানা, বালিশ, আসবাবসহ আনুষঙ্গিক কাজে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩০ জুনের মধ্যে জমা হবে। দুর্নীতির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রতিবেদনের ভেতরই তদন্ত প্রতিবেদন সীমাবদ্ধ থাকবে না।
আজ দুপুরে সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শ ম রেজাউল করিম বলেন, বিষয়টি একটু গভীরে গিয়ে আমরা তদন্ত করতে চাচ্ছি, দায়সারাভাবে নয়। আমরা ৩০ দিন সময় বাড়িয়েছি। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আমরা রিপোর্ট প্রকাশের প্র্যাকটিস করছি। আশা করি, ৩০ জুনের মধ্যে প্রতিবেদন পেয়ে যাব।
একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ‘বালিশ দুর্নীতি’ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে গণপূর্ত মন্ত্রণালয়।