ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

বিয়ে তো নয় – যেনো আনন্দ মেলা

 নিজস্ব প্রতিনিধি :
  • আপডেটের সময় : ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩৩১৮ টাইম ভিউ

 নিজস্ব প্রতিনিধি : যৌবনের প্রথমে ৮০ দশকে জীবনের তাগিদে বা জীবন সাজাতে দেশের গন্ডি পেরিয়ে পেট্রোডলারের দেশ কুয়েতে পাড়ি জমান চট্রলার জামাল উদ্দিন । আসার কয়েক বছর পরই নিজের মেধারগুনে এল্যুমিনিয়াম ব্যাবসায়ী হিসেবে নিজের পরিচিতি লাভ করেন, সংগীত পিপাসু, সংগীত প্রেমি , বাংলাদেশের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির প্রতি আসক্ত জামাল উদ্দিন পরিবার – পরিজন নিয়ে কুয়েতে বাংলাদেশী কমিউনিটির সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলেন, অতিথীপরায়নতা সর্বজন স্বকৃত ।

দুই ছেলে দুই মেয়ে চার সন্তান এর সংসার, বড় মেয়ে রুনা আক্তার কেয়া কুয়েতে প্রবাসীদের মাঝে কোকিল কন্ঠি গায়িকা হিসেবে জনপ্রিয়তার শির্ষে আছে । আর বড় ছেলে আকাশ এর বিবাহ সম্পর্ন হলো গতকাল ১৫ ই ফ্রেবুয়ারী সন্ধা ৭ টায় আরদিয়া কমিউনিটি সেন্টারে । অনুষ্টানে অতিথী হয়ে ছিলেন কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান সহ দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবন্দরা সহ বিভিন্ন সামাজিক , রাজনৈতিক , সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তির সহ প্রায় চায় অতিথীদের উপস্হিতি কমেডিয়ান . নাচ- গানের ভিতরে এ যেনো এক আনন্দ মেলাত পরিণত হয় । এর আগের দিন ১৪ ফ্রেবুয়ারীতে রাত ৬ ঘটিকার সময় হতে রাত ১২ ঘটিকা পর্যন্ত আমাদের দেশের সংস্কৃতির ধারাবাহিকতায় জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে প্রায় ছুঁই ছুঁই করে তিন শ অতিথীর উপস্হিতির মধ্যে দিয়ে গায়ে হলুদ ও হাতে মেহেদী অনুষ্টান চলে । প্রবাসে সবাই যখন বিলাস বহুল জীবন-যাপন করার লক্ষ্যে ব্যাস্ত , তিনি তখন অল্পতেই শান্ত ।

জনাব জামাল উদ্দিন গল্পের মধ্যে একটি কথাই বলতেন যদি কুয়েতে উনার সন্তানদের বিয়ে স্বাদী অনুষ্টান করার সুযোগ হয় তাহলে বাংলাদেশের কমিউনিটির সবাইকে নিয়ে আনন্দ – উল্লাসে, জাঁকজমকপূর্ণভাবে করার তৌফিক যেনো আল্লাহ দেন, আল্লাহ উনার আশা সেই আশা পূরণ করেছেন । আমন্ত্রীত অতিথীবৃন্ধ সবাই দোয়া করেন , নবদম্পতির সুন্দর এই ভবনে প্রত্যাশাময় প্রতিটি স্বপ্ন বাস্তবায়ন হোক । সর্বাঙ্গন সুন্দর সফল সার্থক ও স্বাস্হ্য সমৃদ্ধ উজ্জল ভবিষৎ কামনা করেন অতিথীরা ।

পোস্ট শেয়ার করুন

বিয়ে তো নয় – যেনো আনন্দ মেলা

আপডেটের সময় : ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯

 নিজস্ব প্রতিনিধি : যৌবনের প্রথমে ৮০ দশকে জীবনের তাগিদে বা জীবন সাজাতে দেশের গন্ডি পেরিয়ে পেট্রোডলারের দেশ কুয়েতে পাড়ি জমান চট্রলার জামাল উদ্দিন । আসার কয়েক বছর পরই নিজের মেধারগুনে এল্যুমিনিয়াম ব্যাবসায়ী হিসেবে নিজের পরিচিতি লাভ করেন, সংগীত পিপাসু, সংগীত প্রেমি , বাংলাদেশের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির প্রতি আসক্ত জামাল উদ্দিন পরিবার – পরিজন নিয়ে কুয়েতে বাংলাদেশী কমিউনিটির সাথে আত্মার সম্পর্ক গড়ে তুলেন, অতিথীপরায়নতা সর্বজন স্বকৃত ।

দুই ছেলে দুই মেয়ে চার সন্তান এর সংসার, বড় মেয়ে রুনা আক্তার কেয়া কুয়েতে প্রবাসীদের মাঝে কোকিল কন্ঠি গায়িকা হিসেবে জনপ্রিয়তার শির্ষে আছে । আর বড় ছেলে আকাশ এর বিবাহ সম্পর্ন হলো গতকাল ১৫ ই ফ্রেবুয়ারী সন্ধা ৭ টায় আরদিয়া কমিউনিটি সেন্টারে । অনুষ্টানে অতিথী হয়ে ছিলেন কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান সহ দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবন্দরা সহ বিভিন্ন সামাজিক , রাজনৈতিক , সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তির সহ প্রায় চায় অতিথীদের উপস্হিতি কমেডিয়ান . নাচ- গানের ভিতরে এ যেনো এক আনন্দ মেলাত পরিণত হয় । এর আগের দিন ১৪ ফ্রেবুয়ারীতে রাত ৬ ঘটিকার সময় হতে রাত ১২ ঘটিকা পর্যন্ত আমাদের দেশের সংস্কৃতির ধারাবাহিকতায় জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে প্রায় ছুঁই ছুঁই করে তিন শ অতিথীর উপস্হিতির মধ্যে দিয়ে গায়ে হলুদ ও হাতে মেহেদী অনুষ্টান চলে । প্রবাসে সবাই যখন বিলাস বহুল জীবন-যাপন করার লক্ষ্যে ব্যাস্ত , তিনি তখন অল্পতেই শান্ত ।

জনাব জামাল উদ্দিন গল্পের মধ্যে একটি কথাই বলতেন যদি কুয়েতে উনার সন্তানদের বিয়ে স্বাদী অনুষ্টান করার সুযোগ হয় তাহলে বাংলাদেশের কমিউনিটির সবাইকে নিয়ে আনন্দ – উল্লাসে, জাঁকজমকপূর্ণভাবে করার তৌফিক যেনো আল্লাহ দেন, আল্লাহ উনার আশা সেই আশা পূরণ করেছেন । আমন্ত্রীত অতিথীবৃন্ধ সবাই দোয়া করেন , নবদম্পতির সুন্দর এই ভবনে প্রত্যাশাময় প্রতিটি স্বপ্ন বাস্তবায়ন হোক । সর্বাঙ্গন সুন্দর সফল সার্থক ও স্বাস্হ্য সমৃদ্ধ উজ্জল ভবিষৎ কামনা করেন অতিথীরা ।