ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বর্তমান পরিস্থিতির উপর দেশবাসীকে যে বার্তা দিলেন শায়খ নূরে আলম হামিদী স্বাধিনতা মানে শুধুমাত্র নিজস্ব মানচিত্র অর্জন নয়, চাই বাকস্বাধীনতা ও গণতন্ত্র ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা

রিয়ালকে তিনে নামিয়ে দিল ভ্যালেন্সিয়া

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • / ১১৫৪ টাইম ভিউ

শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের ড্র এবং নিজেদের জয়ের ফলে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠে আসে রিয়াল মাদ্রিদ। একদিন পরই তাদের তিন নম্বরে নামিয়ে দেয় ভ্যালেন্সিয়া। রোববার রাতে গোলবন্যার ম্যাচে রিয়াল বেটিসকে ৬-৩ ব্যবধানে হারিয়ে রিয়ালকে টপকে দুইয়ে ওঠে আসে ভ্যালেন্সিয়া।

রিয়াল বেটিসের মাঠে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। প্রথমার্ধে জেফ্রে কোনদোগবিয়া এবং গনকালো গোয়েডসের গোলে জয়ের ভিত পায় সফরকারীরা।

বিরতির পরপরই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল বেটিস। তবে পেনাল্টি থেকে সের্জিও লিও গোল করতে ব্যর্থ হলে হতাশ হতে হয় স্বাগতিকদের। স্পট-কিক থেকে লিও গোল করতে পারলে হয়তো ম্যাচের দৃশ্যপট পুরো বদলে যেত।

নয় মিনিট পর রদ্রিগো মোরেনোর গোলে ব্যবধান ৩-০ করে ফেলে ভ্যালেন্সিয়া। ৭৪তম মিনিটে সান্তি মিনার গোলে যখন স্কোরলাইন ৪-০ হয়ে যায় তখন সবাই ভ্যালেন্সিয়ার সহজ এবং বড় জয় সময়ের ব্যাপারই মনে করেছিলেন।

তবে ১০ মিনিটের ব্যবধানে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনে রিয়াল বেটিস। জোয়েস ক্যাম্পবেল, আন্তনিও সানাবরিয়া এবং ক্রিস্টিয়ান তেলো পরপর গোল করলে স্কোরলাইন ৪-৩ হয়ে যায়।

এরপর সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে পড়ে বেটিস। এই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় ভ্যালেন্সিয়া। ৮৮তম মিনিটে সিমোনে জাজা এবং যোগ করা হয়ে পেরেইরার গোলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

চলতি মৌসুমে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ভ্যালেন্সিয়াও এখনো অপরাজিত রয়েছে। আট ম্যাচের পাঁচটিতে জয় এবং তিনটি ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ওঠে এসেছে দলটি। অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২। ১৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে চার নম্বরে।

পোস্ট শেয়ার করুন

রিয়ালকে তিনে নামিয়ে দিল ভ্যালেন্সিয়া

আপডেটের সময় : ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭

শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের ড্র এবং নিজেদের জয়ের ফলে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠে আসে রিয়াল মাদ্রিদ। একদিন পরই তাদের তিন নম্বরে নামিয়ে দেয় ভ্যালেন্সিয়া। রোববার রাতে গোলবন্যার ম্যাচে রিয়াল বেটিসকে ৬-৩ ব্যবধানে হারিয়ে রিয়ালকে টপকে দুইয়ে ওঠে আসে ভ্যালেন্সিয়া।

রিয়াল বেটিসের মাঠে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। প্রথমার্ধে জেফ্রে কোনদোগবিয়া এবং গনকালো গোয়েডসের গোলে জয়ের ভিত পায় সফরকারীরা।

বিরতির পরপরই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল বেটিস। তবে পেনাল্টি থেকে সের্জিও লিও গোল করতে ব্যর্থ হলে হতাশ হতে হয় স্বাগতিকদের। স্পট-কিক থেকে লিও গোল করতে পারলে হয়তো ম্যাচের দৃশ্যপট পুরো বদলে যেত।

নয় মিনিট পর রদ্রিগো মোরেনোর গোলে ব্যবধান ৩-০ করে ফেলে ভ্যালেন্সিয়া। ৭৪তম মিনিটে সান্তি মিনার গোলে যখন স্কোরলাইন ৪-০ হয়ে যায় তখন সবাই ভ্যালেন্সিয়ার সহজ এবং বড় জয় সময়ের ব্যাপারই মনে করেছিলেন।

তবে ১০ মিনিটের ব্যবধানে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনে রিয়াল বেটিস। জোয়েস ক্যাম্পবেল, আন্তনিও সানাবরিয়া এবং ক্রিস্টিয়ান তেলো পরপর গোল করলে স্কোরলাইন ৪-৩ হয়ে যায়।

এরপর সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে পড়ে বেটিস। এই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় ভ্যালেন্সিয়া। ৮৮তম মিনিটে সিমোনে জাজা এবং যোগ করা হয়ে পেরেইরার গোলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

চলতি মৌসুমে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ভ্যালেন্সিয়াও এখনো অপরাজিত রয়েছে। আট ম্যাচের পাঁচটিতে জয় এবং তিনটি ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ওঠে এসেছে দলটি। অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২। ১৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে চার নম্বরে।