মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি আজমল আলী শামীমের ২য় মৃত্যুবার্ষিকী
- আপডেটের সময় : ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ৪৮৭ টাইম ভিউ
মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি আজমল আলী শামীমের ২য় মৃত্যুবার্ষিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি আজমল আলী শামীমের ২য় মৃত্যুবার্ষিকী (১৮.০৯.২০ইং) আজ।
তুমুল জনপ্রিয় নেতা-আজমল আলী শামীমের এভাবে চলে যাওয়া আজও মেনে নিতে পারছেন না তার দলের নেতাকর্মীরা, তারা বলছেন ভিন্ন কথা। এমনকি তার মৃত্যু নিয়ে খোদ কানাঘুষা রয়েছে নিজ এলাকা সহ উপজেলা জুড়ে আলোচনায় হত্যার রহস্য বলছেন জনগণ ।
উনার জানাযার অংশ নিয়ে বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র তখন এটি হত্যা উল্লেখ করেছিলেন যা সোস্যাল মিডিয়াতে এসেছিলো তারপর অদৃশ্য কারনে উনিও মূখ খুলেন নি ।
এ ব্যাপারে উপজেলা বিএনপির নেতৃবন্দরা বলছেন ছাত্রদলের নেতৃত্ব গড়ার কারিগর আজমল আলী শামিম এর ঘটনা যাইহোক না কেন, সময় ও সুযোগ আসলে তার সঠিকভাবে তদন্ত করা হবে, এটা বিএনপি পরিবারের চ্যালেঞ্জ’।
উল্লেখ্য আজমল আলী শামিম এর মায়ের ভাষ্যমতে সেই সন্ধায় শাহিন নামের একজন কল দিয়ে কোথায় যাবে বলে ডেকে নিয়ে যায়, কুলাউড়া শহরের কিছু দুরে গাজীপুর এলাকায় চা বাগানের ভিতরে হাতির আক্রমনের শিকার হয়ে শামীম সহ দুজন নিখোঁজ ছিলেন ।তাদের যিনি মোটর বাইক চালক তিনি সাইকেল রেখে দৌড়ে প্রানে বেচেঁ আসলেও মোটর বাইকের পিছনে বসা আজমল আলী শামিম আর ফিরতে পারেননি।
রাতবর অপেক্ষার পর পরবর্তীতে সকাল ৬টায় তার মরদেহ একটি নির্জন টিলার নিচে পড়ে থাকতে দেখা যায়।
এটি হত্যা করা হয়েছে না হাতীর আক্রমণে মৃত্য হয়েছে, তা আজকে আজমল আলী শামিমের বড় বোনের ফেসবুক ষ্টেটাস থেকে আরো পরিস্কার হয়ে গেলো,” পাঠকদের জন্য ষ্টেটাস হুবুহু তুলে ধরা হলো “
> ‘এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ‘ আজ মনে হচ্ছে ভাইয়ার জন্য কথা টা কত খানি সত্যি। এক শামীম কবরে আর হাজার শামীম আজ তার জন্য, তার রেখে যাওয়া স্বপন পূরণ করতে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। যারা চেয়েছিল শামীম কে মেরে ফেললে সব শেষ হয়ে যাবে ,তারা হয়তো ভূলে ও ভাবে নি , শামীম শেষ হবার নয় । আর সৎ ,পবিত্র স্বপন বা মানুষ কোনটাই ফুরিয়ে যায় না, কেউ না কেউ ,কোন না কোন ভাবে বাঁচিয়ে রাখে ।আল্লাহ্ রাববুল আল আমীন সব সময়ই ভালো ‘র সাথে থাকেন। অপরাধী, খুনি রা ভেবেছে তাদের শাস্তি হবে না , তোমাদের বলছি ,দুনিয়া ক্ষণিকের, আল্লাহ্ ‘র সামনে হাজির হতে হবে, তখন কে তোমাদের বাঁচাবে ? তখন ও কি টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে সুরতহাল রিপোর্ট বদলে দিবে???!!!! কেউ কিছু দিন পালালে কাতার ,কেউ কুলাউড়া ছেড়ে বাস করছো সিলেটে, ওরে বোকার দল আল্লাহ্ ‘র কাছ থেকে কোথায় পালাবে ???? শামীম এর পরিবার না হয় নীরবতা পালন করছে নানা কারণে, তবে হা , সময়, সুযোগ, পরিস্থিতি সবার এক রকম থাকে না, তখন না হয় দেখা যাবে। ভালো থাকুক কুলাউড়া ভালো থাকুক কুলাউড়ার ভালো মানুষ গুলো, আর ধংস হোক ক্ষমতা ‘র পা চাটা মানুষ রুপি কুকুর গুলো, আল্লাহ্ যেন ওদের ইনসাফ করেন ,আর যারা সব সময় আমাদের দু বোনের পাশে ছিলেন, সত্যি ‘র পাশে ছিলেন, তাদের কাছে আমরা চীর রিনি হয়ে থাকলাম, আল্লাহ্ যেন আপনাদের দুনিয়া আখিরাতের ভালো করেন আমীন। আমার ছোট ভাই রা ,তোমাদের জন্য আজীবন দোয়া থাকলো, সবাই আমার ভাইয়া ‘র জন্য দোয়া করবেন, আল্লাহ্ যেন তাকে জাননাতুল ফেরদৌস দান করেন আমীন ।<
এই হত্যাকান্ডের পর উপজেলা বিএনপির নেতৃবন্দের নিরবতায় তৃণমূল নেতা কর্মিরা হতাশ হলেও উপজেলা যুবদল, সেচ্চাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবন্দরা ছিলেন সোচ্চার ।
ইতিহাস বলে দেয় পৃথিবীতে কোনো খুনিরাই রক্ষা পায় না আর আজমল আলী শামিমের হতাকারীদের বিচারও হবেই ।
উল্লেখ্য যে,আজমল আলী শামীমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দলীয় ভাবে বিভিন্ন কর্মসুচী হাতে নেয়া হয়েছে।