আনন্দ উল্লাসে কুয়েতে স্কুল স্টুডেন্ট ফুটবল টুর্নামেন্টের ২০১৮ ফাইনাল খেলা সম্পন্ন
- আপডেটের সময় : ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯
- / ১৭৫৯ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেক্সঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া অঙ্গন কুয়েত ধারাবাহিকভাবে তৃতীয়বার শুধুমাত্র বাংলাদেশী ছাত্রদের জন্য আয়োজন করলো স্কুল স্টুডেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০১৮ গত ১৪ই ডিসেম্বর ছয়টি দলের অংশগ্রহনের মাধ্যমে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ খেলার শুরু হয়ে আজ ১৮ জানুয়ারী ২০১৯ শুক্রবার আনন্দ – উল্লাসের মাধ্যমে দিয়ে ফাইনাল খেলায় বাংলাদেশ ইয়াং ব্যাচ ক্লাব ২ – ০ গোলে পরাজিত করে জিলিব ইউনিট কুয়েত ইউনিট কে, গোল দুটি করেন সামী ও ফরহাদ । অনুষ্টান প্রধান অতিথী হয়ে উপস্হিত থাকার সন্মতি দিয়েছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব এস এম আবুল কালাম, কিন্তু গত বৃহস্পতিবারের দূতাবাসে একটি অনাকাংক্ষিত গটনা ঘটে গেলে আজ অনুষ্টানে অংশগ্রহন করতে পারেন নি ।অনুষ্টানে দূতাবাসে সোনালী ব্যংকের প্রতিনিধি উপস্হিত হয়ে এই সংবাদ দেন । বাংলাদেশ ক্রীড়া অংঙ্গনের আহবায়ক রফিকুল ইসলাম ভূলু বলেন বাংলাদেশী সন্তানদের মধ্যে সেতুবন্ধন তৈরী করতেই আমাদের এই প্রয়াস ।
এই খেলায় অংশগ্রহনের মধ্যে দিয়ে তাদের মধ্যে যেনো চেনা- পরিচিতি লাভ করবে তারপর হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর সে লক্ষ্যেই প্রতিবছর বিভিন্ন ব্যাস্ততার মাঝেও ক্রীড়ানুরাগীদের ডেকে বসে কমিটি গঠনে করে আয়োজন করে থাকি । আহবায়ক কিমিটি যারা ছিলেন আহবায়ক রফিকুল ইসলাম সদস্যবৃন্দ পর্যায়ক্রমে ক্রীড়া বৃক্তিত্ব কামাল হোসেন , আব্দুল কাদের মোল্লাহ, মো: শওকত আলী, আব্দুল কাদের, হযরত আলী মল্লিক, শেখ নিজামুর রহমান টিপু, মনিরুল হক আতিক, টুর্নামেন্ট সার্বিক সহযোগিতা করায় শুভেচ্ছা স্বরুপ ক্রেস্ট দেওয়া হয় যাদের : বাংলাদেশ দূতাবাস কুয়েত , বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত — আলহাজ মাহমুদ আলী, আব্দুল কাদের মোল্লা, মোঃ শওকত আলী, প্রকৌশলী ফরিদ উদ্দিন, মুরাদুল হক চৌধুরী, রোকনুজ্জামান পিদু, শেখ নিজামুর রহমান টিপু ,মোঃ নাজিম উদ্দিন, নূরুল ইসলাম, হাফিজুর রহমান, শাহজাদ আল রাশেদ, ইয়াছিন খান অভি প্রমূখ ।