ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

‌সিলেটস্থ মৌলভীবাজার আইনজী‌বি কল্যাণ প‌রিষদের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • / ৫৯৫ টাইম ভিউ

কুলাউড়া ( মৌলভীবাজার ) প্র‌তি‌নি‌ধি ::সিলেট  জজ কো‌র্টে প্রাক‌টিসরত মৌলভীবাজার জেলার আইনজী‌বি‌দের ‌নি‌য়ে ‘মৌলভীবাজার আইনজী‌বি কল্যাণ প‌রিষদ, সি‌লেট’ না‌মে সংগঠ‌নের আত্মপ্রকাশ হ‌য়ে‌ছে।

শুক্রবার (১১ অ‌ক্টোবর) রাত ৮ টার দি‌কে সি‌লেট বা‌রের সি‌নিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালিক এর উপশহ‌রস্থ চেম্বা‌রে এক সভা শে‌ষে এই সংগঠ‌নের নতুন ক‌মি‌টি গঠন করা হয়।

উপ‌স্থিত আইনজীবী‌দের সর্বসম্ম‌তিক্র‌মে সিনিয়র অ্যাডভোকেট আব্দুল খালিককে আহ্বায়ক ও অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমানকে সদস্য স‌চিব ক‌রে ১৫ (প‌নের) সদস্য ‌বি‌শিষ্ট আহ্বায়ক ক‌মি‌টি এবং অ্যাডভোকেট ফজলুল হক সেলিমকে প্রধান ক‌রে ১০ (দশ) সদস্য বি‌শিষ্ট গঠনতন্ত্র উপক‌মি‌টি গঠন করা হয়।

আহ্বায়ক ক‌মি‌টির অন্যা‌ন্যরা হ‌লেন,
যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সদস্য -অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট
এহসানুল মাহবুব ফেরদৌসি জুবায়ের, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ শোয়েব, অ্যাডভোকেট সজল চন্দ্র পাল, অ্যাডভোকেট হোসাইন আহমদ সেলিম,
অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট রঞ্জু দেবনাথ, অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পী প্রমুখ।

এ ছাড়া ও গঠনতন্ত্র উপকমিটির অন্য‌ন্যে সদস্যরা হ‌লেন- অ্যাডভোকেট সজল চন্দ্র পাল, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট রেদুয়ানুল ইসলাম, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট কাওছার আহমদ, অ্যাডভোকেট আনোয়ার আলম, অ্যাডভোকেট মিছবাহুর রহমান জাকারিয়া, অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন রুহেল।

পোস্ট শেয়ার করুন

‌সিলেটস্থ মৌলভীবাজার আইনজী‌বি কল্যাণ প‌রিষদের আত্মপ্রকাশ

আপডেটের সময় : ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯

কুলাউড়া ( মৌলভীবাজার ) প্র‌তি‌নি‌ধি ::সিলেট  জজ কো‌র্টে প্রাক‌টিসরত মৌলভীবাজার জেলার আইনজী‌বি‌দের ‌নি‌য়ে ‘মৌলভীবাজার আইনজী‌বি কল্যাণ প‌রিষদ, সি‌লেট’ না‌মে সংগঠ‌নের আত্মপ্রকাশ হ‌য়ে‌ছে।

শুক্রবার (১১ অ‌ক্টোবর) রাত ৮ টার দি‌কে সি‌লেট বা‌রের সি‌নিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালিক এর উপশহ‌রস্থ চেম্বা‌রে এক সভা শে‌ষে এই সংগঠ‌নের নতুন ক‌মি‌টি গঠন করা হয়।

উপ‌স্থিত আইনজীবী‌দের সর্বসম্ম‌তিক্র‌মে সিনিয়র অ্যাডভোকেট আব্দুল খালিককে আহ্বায়ক ও অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমানকে সদস্য স‌চিব ক‌রে ১৫ (প‌নের) সদস্য ‌বি‌শিষ্ট আহ্বায়ক ক‌মি‌টি এবং অ্যাডভোকেট ফজলুল হক সেলিমকে প্রধান ক‌রে ১০ (দশ) সদস্য বি‌শিষ্ট গঠনতন্ত্র উপক‌মি‌টি গঠন করা হয়।

আহ্বায়ক ক‌মি‌টির অন্যা‌ন্যরা হ‌লেন,
যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সদস্য -অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট
এহসানুল মাহবুব ফেরদৌসি জুবায়ের, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ শোয়েব, অ্যাডভোকেট সজল চন্দ্র পাল, অ্যাডভোকেট হোসাইন আহমদ সেলিম,
অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট রঞ্জু দেবনাথ, অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পী প্রমুখ।

এ ছাড়া ও গঠনতন্ত্র উপকমিটির অন্য‌ন্যে সদস্যরা হ‌লেন- অ্যাডভোকেট সজল চন্দ্র পাল, অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট রেদুয়ানুল ইসলাম, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট কাওছার আহমদ, অ্যাডভোকেট আনোয়ার আলম, অ্যাডভোকেট মিছবাহুর রহমান জাকারিয়া, অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন রুহেল।