- আপডেটের সময় : ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯
- / ৩৮৭ টাইম ভিউ
মৌলভীবাজার ভোটার দিবস পালিত
ছয়ফল আলম সাইফুল ভোটার হব, ভোট দেব’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে ।
১ মার্চ (শুক্রবার)সকাল সাড়ে ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়।র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণ করেন।র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকুনুদ্দিন এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষায়ক কর্মকতা মো: জসিম উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য নেছার আহমদ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, অ্ধ্যক্ষ ড. ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক প্রমুখ।