ঢাকা , শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • / ৩৭৯ টাইম ভিউ
হাজীপুর ইউনিয়নে প্রতিটি রাস্তার বেহাল অবস্হা দুর্ঘটনা হলো জনসাধারণের নিত্যসঙ্গী কুলাউড়া উপজেলার মনু নদী ঘেষা কটারকোনা হইতে নছিরগঞ্জ ভায়া পীরেরবাজার হয়ে শমশেরনগর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এবং শ্রিসয্য হতে হাজীপুর চৌমুহনাসপর্যন্ত ৬ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি হাজীপুর ও শরিফপুর ইউনিয়নের ত্রিশ হাজার বাসিন্দাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র সড়ক। হাজীপুর, মনু, গাজিপুর.পাইকপাড়া, ভূঁইগাও ,আলীপুর, সুলতানপুর, নছিরগঞ্জ,দত্তগ্রাম,পাবই, কেওলাকান্দি বাংলাটিলা’ এলাকার জনগন এবং মালামাল পরিবহনের শ্রীমঙ্গল ও কুলাউড়ার সাথে যোগাযোগের একমাত্র এ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট যানবাহন চলাচল করছে। ব্যাপক সংখ্যক যানবাহন চলাচল করলেও এবং বৃষ্টির কারণে ইট, বালু, খোয়া উঠে সড়কে কর্দমাক্ত হয়ে জনজীবনে ভোগান্তী সৃষ্টি হয়েছে। কষ্ট যেনো বন্ধুত্বে পরিণত হয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক সিএনজিসহ অনেক ছোট যানবাহন দুর্ঘটনায় কবলিত হচ্ছে প্রতিদিন। নছিরগঞ্জ ও পীরেরবাজার হইতে কটারকোনা যেথে যেখানে বড়জোড় ১০/১৫ মিনিট সময় লাগার কথা, সেখানে সড়কটির বেহাল অবস্থার কারণে সময় লাগছে এক থেকে দেড়ঘন্টা। রাস্তার এই বেহাল অবস্থার কারণে এই সড়কে চালিত সিএনজির বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে পড়ছে বলে সিএনজির চালকরা জানান, এমন অবস্হার উন্নতি না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে আর ভোগান্তীতে পড়বে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ এলাকবাসী। সড়কে এই অবস্হার কারনে ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের সংঙ্গী হয়ে আছে । বৃষ্টিপাতে গর্তে পানি জমে সড়কটিতে কাঁদার সৃষ্টি হয়। সড়কটিতে অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে প্রতিনিয়ত। দেখার যেন কেউ নেই। জনপ্রিনিধি গণের আগমন ঘটছে নিয়মিতই। এই প্রথম হাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়াম্যানের আয়োজনে বৃহৎ আকারে গণসংবর্ধনা দেওয়া জেলায় সর্বোচ্চ আসনের ক্ষমতাধর জেলা প্রসাশক বর্ষিয়ান নেতা আজিজুর রহমান কে হাজীপুরে । এলাকাবাসী ভেবেছিলো সংবর্ধিত করলে এলাকার উন্নয়নের ছোয়া লাগবে . কিন্তু উন্নয়নের কিছুই তো হয় নি. বরং অবনতি হচ্ছে । যা কিনা এই সড়কে চলাচলকারী জনসাধারণ ভালোভাবেই উপলদ্ধি করতে পেড়েছে । সিএনজির চালক মিজান আহমেদ, সুমন আহমদ, নূর মিয়া, বি এন পি’র বি এন পি নেতা পাইকপাড়ার বিশিষ্ট ব্যাবসায়ী মে: কুতুব হাজী ও বি এন পি’রএকাংশের সভাপতি ফারুক আহমেদ, মনু বাজারের বিশিষ্ট ডা: মঈন উদ্দিন আহমদ .সাবেক মেম্বার বুলবুল চৌধুরী এবং নছিরগন্জ বাজার ব্যাবসায়ী সমিতি’র সভাপতি ফারুক আহমেদ বলেন, নছিরগন্জ বাজাজারের ব্যাবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক মো: আফজাল প্রতিদিন এই পথে তাদের যাতায়াত করতে হয়। সড়কের বর্তমান অবস্থায় চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ব্যাবসায় তার প্রভাব ফেলছে । তারা আরও বলেন, যেভাবে গর্তের সৃষ্টি হয়েছে,তাতে রাস্তার ঝাঁকুনি সুস্থ্য যাত্রীরা সহ্য করে যানবাহনে যাতায়াত করলেও কোন রোগীকে নিয়ে এই সড়কে যাতায়াত করা যাচ্ছে না।এমন কি প্রাচিন বিদ্যালয় কানিহাটি ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ প্রার্থমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে যতায়াত করে থাকে । মনু এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ বলেন সংস্কারের ১ বছরের যেতে না যেতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠে । উনারা বলেন, কুলাউড়া উপজেলার সড়ক ও জনপথ প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ সড়কটি সংস্কারের জন্য মৌলভীবাজার-২ আসনের এমপি আব্দুল মতিন সাহেবকে অবগত করা হয়েছে কিন্তু তাতেও কোন সদোত্তর পাওয়া যাচ্ছে না । এ ব্যাপারে গত ১১মে উপজেলা মাসিক সভায় এ সড়কটির কথা উপস্থাপন করেন হাজীপুর ইউপি চেয়ারম্যান । সড়ক ও জনপথের কুলাউড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুর রাকিব বলেন, এ সড়কটি সংস্কারের জন্য রির্পোট পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২/১ মাসের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ শুরু হবে। “সত্য বড়ই বেদনাদায়ক”হাজীপুর ইউ পি চেয়ারম্যান মাসিক সভায় উপস্হাপন করেই দায়ভার সারেন উনার । কিন্তু ৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি । এলাকাবাসী এই ভোগান্তী থেকে উত্তরণের জন্য জনপ্রতিনিধি দের কাছে জোর দাবী জানাচ্ছে ।

পোস্ট শেয়ার করুন

আপডেটের সময় : ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
হাজীপুর ইউনিয়নে প্রতিটি রাস্তার বেহাল অবস্হা দুর্ঘটনা হলো জনসাধারণের নিত্যসঙ্গী কুলাউড়া উপজেলার মনু নদী ঘেষা কটারকোনা হইতে নছিরগঞ্জ ভায়া পীরেরবাজার হয়ে শমশেরনগর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এবং শ্রিসয্য হতে হাজীপুর চৌমুহনাসপর্যন্ত ৬ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি হাজীপুর ও শরিফপুর ইউনিয়নের ত্রিশ হাজার বাসিন্দাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র সড়ক। হাজীপুর, মনু, গাজিপুর.পাইকপাড়া, ভূঁইগাও ,আলীপুর, সুলতানপুর, নছিরগঞ্জ,দত্তগ্রাম,পাবই, কেওলাকান্দি বাংলাটিলা’ এলাকার জনগন এবং মালামাল পরিবহনের শ্রীমঙ্গল ও কুলাউড়ার সাথে যোগাযোগের একমাত্র এ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট যানবাহন চলাচল করছে। ব্যাপক সংখ্যক যানবাহন চলাচল করলেও এবং বৃষ্টির কারণে ইট, বালু, খোয়া উঠে সড়কে কর্দমাক্ত হয়ে জনজীবনে ভোগান্তী সৃষ্টি হয়েছে। কষ্ট যেনো বন্ধুত্বে পরিণত হয়েছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক সিএনজিসহ অনেক ছোট যানবাহন দুর্ঘটনায় কবলিত হচ্ছে প্রতিদিন। নছিরগঞ্জ ও পীরেরবাজার হইতে কটারকোনা যেথে যেখানে বড়জোড় ১০/১৫ মিনিট সময় লাগার কথা, সেখানে সড়কটির বেহাল অবস্থার কারণে সময় লাগছে এক থেকে দেড়ঘন্টা। রাস্তার এই বেহাল অবস্থার কারণে এই সড়কে চালিত সিএনজির বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে পড়ছে বলে সিএনজির চালকরা জানান, এমন অবস্হার উন্নতি না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে আর ভোগান্তীতে পড়বে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ এলাকবাসী। সড়কে এই অবস্হার কারনে ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের সংঙ্গী হয়ে আছে । বৃষ্টিপাতে গর্তে পানি জমে সড়কটিতে কাঁদার সৃষ্টি হয়। সড়কটিতে অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে প্রতিনিয়ত। দেখার যেন কেউ নেই। জনপ্রিনিধি গণের আগমন ঘটছে নিয়মিতই। এই প্রথম হাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়াম্যানের আয়োজনে বৃহৎ আকারে গণসংবর্ধনা দেওয়া জেলায় সর্বোচ্চ আসনের ক্ষমতাধর জেলা প্রসাশক বর্ষিয়ান নেতা আজিজুর রহমান কে হাজীপুরে । এলাকাবাসী ভেবেছিলো সংবর্ধিত করলে এলাকার উন্নয়নের ছোয়া লাগবে . কিন্তু উন্নয়নের কিছুই তো হয় নি. বরং অবনতি হচ্ছে । যা কিনা এই সড়কে চলাচলকারী জনসাধারণ ভালোভাবেই উপলদ্ধি করতে পেড়েছে । সিএনজির চালক মিজান আহমেদ, সুমন আহমদ, নূর মিয়া, বি এন পি’র বি এন পি নেতা পাইকপাড়ার বিশিষ্ট ব্যাবসায়ী মে: কুতুব হাজী ও বি এন পি’রএকাংশের সভাপতি ফারুক আহমেদ, মনু বাজারের বিশিষ্ট ডা: মঈন উদ্দিন আহমদ .সাবেক মেম্বার বুলবুল চৌধুরী এবং নছিরগন্জ বাজার ব্যাবসায়ী সমিতি’র সভাপতি ফারুক আহমেদ বলেন, নছিরগন্জ বাজাজারের ব্যাবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক মো: আফজাল প্রতিদিন এই পথে তাদের যাতায়াত করতে হয়। সড়কের বর্তমান অবস্থায় চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় ব্যাবসায় তার প্রভাব ফেলছে । তারা আরও বলেন, যেভাবে গর্তের সৃষ্টি হয়েছে,তাতে রাস্তার ঝাঁকুনি সুস্থ্য যাত্রীরা সহ্য করে যানবাহনে যাতায়াত করলেও কোন রোগীকে নিয়ে এই সড়কে যাতায়াত করা যাচ্ছে না।এমন কি প্রাচিন বিদ্যালয় কানিহাটি ও হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহ প্রার্থমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে যতায়াত করে থাকে । মনু এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ বলেন সংস্কারের ১ বছরের যেতে না যেতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠে । উনারা বলেন, কুলাউড়া উপজেলার সড়ক ও জনপথ প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ সড়কটি সংস্কারের জন্য মৌলভীবাজার-২ আসনের এমপি আব্দুল মতিন সাহেবকে অবগত করা হয়েছে কিন্তু তাতেও কোন সদোত্তর পাওয়া যাচ্ছে না । এ ব্যাপারে গত ১১মে উপজেলা মাসিক সভায় এ সড়কটির কথা উপস্থাপন করেন হাজীপুর ইউপি চেয়ারম্যান । সড়ক ও জনপথের কুলাউড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুর রাকিব বলেন, এ সড়কটি সংস্কারের জন্য রির্পোট পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২/১ মাসের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ শুরু হবে। “সত্য বড়ই বেদনাদায়ক”হাজীপুর ইউ পি চেয়ারম্যান মাসিক সভায় উপস্হাপন করেই দায়ভার সারেন উনার । কিন্তু ৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি । এলাকাবাসী এই ভোগান্তী থেকে উত্তরণের জন্য জনপ্রতিনিধি দের কাছে জোর দাবী জানাচ্ছে ।