আপডেট

x


শিকদার ফাউন্ডেশন কলেজ মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন “

শুক্রবার, ১২ জুলাই ২০১৯ | ৪:৩৫ অপরাহ্ণ | 515 বার

শিকদার ফাউন্ডেশন কলেজ মসজিদের ভিত্তি প্রস্তর স্হাপন “

নিজস্ব প্রতিনিধিঃ- মসজিদ মুসলমানদের দলবদ্ধভাবে নামাজ পড়ার জন্য নির্মিত স্থাপনা। মসজিদের আভিধানিক অর্থ
শ্রদ্ধাভরে মাথা অবনত করা অর্থৎ সিজদাহ করা । সাধারণভাবে, যেসব ইমারত বা স্থাপনায় মুসলমানেরা একত্র হয়ে প্রাত্যহিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, তাকে মসজিদ বলে।

আবার যেসব বড় আকারের মসজিদগুলো নিয়মিত নামাজের সাথে সাথে শুক্রবারের জুম’আর নামাজ আদায় হয় এবং অন্যান্য ইসলামিক কার্যাবলী (যেমন: কোরআন শিক্ষা দেওয়া) সম্পাদিত হয়, সেগুলো জামে মসজিদ নামে অভিহিত।
আজ ১২জুলাই ২০১৯ইং সিলেট কানাইঘাট উপজেলার ৯ নং রাজাগন্জ ইউনিয়নের শিকদার ফাউন্ডেশনের কলেজ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, এ সময় স্হানীয় এলাকার শতাদিক জনসাধারণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com