ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
স্বাধিনতা মানে শুধুমাত্র নিজস্ব মানচিত্র অর্জন নয়, চাই বাকস্বাধীনতা ও গণতন্ত্র ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুশফিকের প্রথম, বাংলাদেশের পঞ্চম বিশ্বকাপ সেঞ্চুরি

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • / ৭৭১ টাইম ভিউ

বিশ্বকাপে নিজেদের প্রথম চার আসরে কোনো সেঞ্চুরির দেখা পায়নি বাংলাদেশ। গত আসরে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে খাতা খোলে টাইগাররা। এবার সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে লাল-সবুজরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। চলতি বিশ্বকাপে এটি বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি, সবমিলিয়ে পঞ্চম, আর মুশফিকের প্রথম।

নটিংহ্যামে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। সেই পাহাড়ের নিচে চাপা না পড়ে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ। অসাধারণ লড়াইয়ের পথে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। যদিও ম্যাচটি ৪৮ রানে হেরে যায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রানে আটকে যাওয়া বাংলাদেশ। যেটি ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

বিশ্বকাপের দ্বাদশ আসরে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে দুটি সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন তিনি। মুশি এদিন তিনঅঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করায় চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। গত আসরে মাহমুদউল্লাহ টানা দুই ম্যাচে শতক তুলে নিয়েছিলেন।

দুর্দান্ত সেঞ্চুরির পথে পঞ্চম উইকেটে মাহমুউল্লাহ রিয়াদকে নিয়ে ৯৭ বলে ১২৭ রানের অনবদ্য জুটি গড়েছেন মুশফিক। মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ পরপর আউট হওয়ার পর নিজের শতক পূর্ণ করেন তিনি।

মিচেল স্টার্কের করা ৪৯তম ওভারের শেষ বলটি কভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৯৫ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে বিশ্বকাপে নিজের প্রথম এবং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটি তুলে নেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০২ রানে।

পোস্ট শেয়ার করুন

মুশফিকের প্রথম, বাংলাদেশের পঞ্চম বিশ্বকাপ সেঞ্চুরি

আপডেটের সময় : ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯

বিশ্বকাপে নিজেদের প্রথম চার আসরে কোনো সেঞ্চুরির দেখা পায়নি বাংলাদেশ। গত আসরে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে খাতা খোলে টাইগাররা। এবার সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে লাল-সবুজরা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। চলতি বিশ্বকাপে এটি বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি, সবমিলিয়ে পঞ্চম, আর মুশফিকের প্রথম।

নটিংহ্যামে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। সেই পাহাড়ের নিচে চাপা না পড়ে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলাদেশ। অসাধারণ লড়াইয়ের পথে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। যদিও ম্যাচটি ৪৮ রানে হেরে যায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রানে আটকে যাওয়া বাংলাদেশ। যেটি ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ।

বিশ্বকাপের দ্বাদশ আসরে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে দুটি সেঞ্চুরি করেছেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন তিনি। মুশি এদিন তিনঅঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করায় চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। গত আসরে মাহমুদউল্লাহ টানা দুই ম্যাচে শতক তুলে নিয়েছিলেন।

দুর্দান্ত সেঞ্চুরির পথে পঞ্চম উইকেটে মাহমুউল্লাহ রিয়াদকে নিয়ে ৯৭ বলে ১২৭ রানের অনবদ্য জুটি গড়েছেন মুশফিক। মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ পরপর আউট হওয়ার পর নিজের শতক পূর্ণ করেন তিনি।

মিচেল স্টার্কের করা ৪৯তম ওভারের শেষ বলটি কভারে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৯৫ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে বিশ্বকাপে নিজের প্রথম এবং ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটি তুলে নেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০২ রানে।