ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
স্বাধিনতা মানে শুধুমাত্র নিজস্ব মানচিত্র অর্জন নয়, চাই বাকস্বাধীনতা ও গণতন্ত্র ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুলাউড়ার হাজীপুর-শরীফপুরে মনু-নদীর বেড়ীবাঁধে ৮টি স্থান ঝুকিপূর্ন, পানি বাড়ছে আতঙ্ক এলাকাবাসী

ছয়ফুল আলম সাইফুলঃ
  • আপডেটের সময় : ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • / ৬১১ টাইম ভিউ

ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়ার হাজীপুর-শরীফপুরে মনু-নদীর বেড়ীবাঁধে ৮টি স্থান ঝুকিপূর্ন, পানি বাড়ছে এলাকাবাসী আতংকে রয়েছেন।

জানাযায়, শরীফপুর ইউনিয়নের চাতলা ব্রীজের পাশে ১টি, দত্তগ্রামের সুমন্ত ডাক্তারের ও সুরফানের বাড়ীর সামনে ১টি, তেলিবিল গ্রামের সুইস গেইটের পাশ্বে তালতলা নামক স্থানে ১টি, ও সামছুল হক মাষ্টারের বাড়ীর পাশে ১টি মনু-নদীর বেড়ীবাঁধ স্থান ঝুকিপূর্ন রয়েছে।অন্য দিকে  হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে ১টি, হাসিমপুর গ্রামে ১টি, চকরনচাপ গ্রামে ১টি স্থানে মনু-নদীর বেড়ীবাঁধ ঝুকিপূর্ন রয়েছে।

নদীর পানি বাড়ার সাথে সাথে েএলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।আজ মনু নদীর বাঁধ, হাশিমপুর ও কাউকাপন বাজার পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মামুনুর রশিদ, কুলাউড়া উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আবু  লাইছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ শিমুল আলী, এসময় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত বাচ্চু, ইউপি সদস্য আব্দুল লতিফ চৌধুরী, ইউপি সদস্য ফরিদ উদ্দিন। জেলা ও উপজেলা কর্মকর্তাগন স্থানীয়  উনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বাধের কাজের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

আগামী ১৮ তারিখ বন্য ও পানি সম্পদ মন্ত্রী  কটারকোনার হাসিমপুর ও কাউকাপন বাজারে  মনু-নদীর বেড়ীবাঁধের ঝুকিপূর্ন স্থান পরিদর্শন করতে আসতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।

পোস্ট শেয়ার করুন

কুলাউড়ার হাজীপুর-শরীফপুরে মনু-নদীর বেড়ীবাঁধে ৮টি স্থান ঝুকিপূর্ন, পানি বাড়ছে আতঙ্ক এলাকাবাসী

আপডেটের সময় : ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯

ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়ার হাজীপুর-শরীফপুরে মনু-নদীর বেড়ীবাঁধে ৮টি স্থান ঝুকিপূর্ন, পানি বাড়ছে এলাকাবাসী আতংকে রয়েছেন।

জানাযায়, শরীফপুর ইউনিয়নের চাতলা ব্রীজের পাশে ১টি, দত্তগ্রামের সুমন্ত ডাক্তারের ও সুরফানের বাড়ীর সামনে ১টি, তেলিবিল গ্রামের সুইস গেইটের পাশ্বে তালতলা নামক স্থানে ১টি, ও সামছুল হক মাষ্টারের বাড়ীর পাশে ১টি মনু-নদীর বেড়ীবাঁধ স্থান ঝুকিপূর্ন রয়েছে।অন্য দিকে  হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজারে ১টি, হাসিমপুর গ্রামে ১টি, চকরনচাপ গ্রামে ১টি স্থানে মনু-নদীর বেড়ীবাঁধ ঝুকিপূর্ন রয়েছে।

নদীর পানি বাড়ার সাথে সাথে েএলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।আজ মনু নদীর বাঁধ, হাশিমপুর ও কাউকাপন বাজার পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মামুনুর রশিদ, কুলাউড়া উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আবু  লাইছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ শিমুল আলী, এসময় উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত বাচ্চু, ইউপি সদস্য আব্দুল লতিফ চৌধুরী, ইউপি সদস্য ফরিদ উদ্দিন। জেলা ও উপজেলা কর্মকর্তাগন স্থানীয়  উনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বাধের কাজের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

আগামী ১৮ তারিখ বন্য ও পানি সম্পদ মন্ত্রী  কটারকোনার হাসিমপুর ও কাউকাপন বাজারে  মনু-নদীর বেড়ীবাঁধের ঝুকিপূর্ন স্থান পরিদর্শন করতে আসতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু।