ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
স্বাধিনতা মানে শুধুমাত্র নিজস্ব মানচিত্র অর্জন নয়, চাই বাকস্বাধীনতা ও গণতন্ত্র ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইতালীতে আসিলীয়াবাসীর উদ্যোগে প্রবাসী নারীদের ঈদ পূর্ণমিলনী

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / ৪৪৩ টাইম ভিউ

ইতালীতে আসিলীয়াবাসীর উদ্যোগে প্রবাসী নারীদের ঈদ পূর্ণমিলনী

ইতালী থেকে: ঈদের আনন্দ আপামর মানুষের জন্য খুবই খুশির, অনিশেষ আনন্দের, এ আনন্দে রয়েছে আলাদা সুখানুভূতি, অনন্য আমেজ। প্রবাসে এই ঈদের অনন্দকে ভাগাভাগি করে নিতে ইতালির রাজধানী রোমে ৩০ মে রবিবার রোমের স্থানীয় একটি পার্কে প্রাকৃতিক পরিবেশে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছ আসিলিয়া বাসী।

দিন ব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেনাস তাব্বাসুম শেলি ও ব্যবস্থাপনায় ছিলেন সানজিদা বাসের।

নারী নেতৃবৃন্দরা বলেন” প্রবাস জীবনের এই ব্যস্ততার মাঝেও আমরা নারীরা ঐক্যবদ্ধ হয়েছি যেন সম্মিলিত ভাবে নারীদের উন্নয়নে কাজ করতে পারি, প্রতিটি নারী যেন স্ব প্রতিভায় বিকশিত হতে পারে সে লক্ষে ও আমরা একে অন্যের পাশে থাকার বদ্ধপরিকর।”

এসময় আসিলিয়া বাসী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানা নিগার মিতা, রওশন আরা মুন্নি, ইফরোজা খানম ইফা,
ডলি আক্তার, সাহিদা মিতু, মুক্তা, সান্তা, মনিকা, ঝুমা, এনি, মলি আক্তার, রিপা, নাসিমা, সাহিদা আক্তার, নাজমা আক্তার, পরশ মনি, ফারিয়া আঁখি, শিল্পী চৌধুরী, মলিন তাহের, দিনা ইসলাম, লিমা আক্তার, শিউলি আক্তার, ছাবেকুন নাহার ছাবি, শাহানা আক্তার, নাবিহা, রুমা সাহা, চায়না সাহা, বীথি সহ আরো অনেকই।

অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল বাচ্চাদের জন্যে খেলা, মহিলাদের বালিশ খেলার ব্যবস্থা ও দেশীয় বিভিন্ন রকমারি পিঠা।

পোস্ট শেয়ার করুন

ইতালীতে আসিলীয়াবাসীর উদ্যোগে প্রবাসী নারীদের ঈদ পূর্ণমিলনী

আপডেটের সময় : ১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

ইতালীতে আসিলীয়াবাসীর উদ্যোগে প্রবাসী নারীদের ঈদ পূর্ণমিলনী

ইতালী থেকে: ঈদের আনন্দ আপামর মানুষের জন্য খুবই খুশির, অনিশেষ আনন্দের, এ আনন্দে রয়েছে আলাদা সুখানুভূতি, অনন্য আমেজ। প্রবাসে এই ঈদের অনন্দকে ভাগাভাগি করে নিতে ইতালির রাজধানী রোমে ৩০ মে রবিবার রোমের স্থানীয় একটি পার্কে প্রাকৃতিক পরিবেশে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছ আসিলিয়া বাসী।

দিন ব্যাপী এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেনাস তাব্বাসুম শেলি ও ব্যবস্থাপনায় ছিলেন সানজিদা বাসের।

নারী নেতৃবৃন্দরা বলেন” প্রবাস জীবনের এই ব্যস্ততার মাঝেও আমরা নারীরা ঐক্যবদ্ধ হয়েছি যেন সম্মিলিত ভাবে নারীদের উন্নয়নে কাজ করতে পারি, প্রতিটি নারী যেন স্ব প্রতিভায় বিকশিত হতে পারে সে লক্ষে ও আমরা একে অন্যের পাশে থাকার বদ্ধপরিকর।”

এসময় আসিলিয়া বাসী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানা নিগার মিতা, রওশন আরা মুন্নি, ইফরোজা খানম ইফা,
ডলি আক্তার, সাহিদা মিতু, মুক্তা, সান্তা, মনিকা, ঝুমা, এনি, মলি আক্তার, রিপা, নাসিমা, সাহিদা আক্তার, নাজমা আক্তার, পরশ মনি, ফারিয়া আঁখি, শিল্পী চৌধুরী, মলিন তাহের, দিনা ইসলাম, লিমা আক্তার, শিউলি আক্তার, ছাবেকুন নাহার ছাবি, শাহানা আক্তার, নাবিহা, রুমা সাহা, চায়না সাহা, বীথি সহ আরো অনেকই।

অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল বাচ্চাদের জন্যে খেলা, মহিলাদের বালিশ খেলার ব্যবস্থা ও দেশীয় বিভিন্ন রকমারি পিঠা।