আপডেট

x


আসুন সাবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই– বিধান চন্দ্র দে

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ | ১২:৩৪ পূর্বাহ্ণ | 186 বার

আসুন সাবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই– বিধান চন্দ্র দে

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ১০ নং হাজিপুর ইউনিয়নে গত ২৮-০৯-২০২২ ইং রোজ বুধবার শারদীয়  দুর্গাপুজা উপলক্ষে পুজা উদযাপন পরিষদ হাজিপুর ইউনিয়ন শাখার সভাপতি বাবু শ্রী বিধান চন্দ্র দে’র নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপে এবং সমাজের সুবিধা বঞ্চিত হিন্দু মুসলিম সহ প্রায় ২০০ শত পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

প্রকৃতির নিয়ম মেনে বছর ঘুরে আবার চলে আসে শীত।উচ্চবিত্ত ও মধ্যেবিত্তরা যখন শীতের আমেজে পিঠা-পুলির উৎসবের ভাবনা নিয়ে ব্যস্ত থাকে ,
ঠিক মুদ্রার বিপরীত পিঠের মানুষের আদৌ কি আছে শীত বস্ত্র?



এসব দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রায় আরো বিরূপ প্রভাব ফেলে। অসুখ-বিসুখ মিলিয়ে এই খেটে খাওয়া
মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার তখন হয়, যখন এই হাড়কাপানো শীতেও তাঁরা শীত নিবারণের জন্য
পর্যাপ্ত শীত বস্ত্র না পায়। কিন্তু এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি,
তবে হয়ত তাঁদের ঠোটে তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা দেখতে পাবো।

হয়ত আমাদের ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা শীতার্ত সব দুঃস্থ লোকদের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় বস্ত্র শীত বস্ত্র পৌছে দেওয়া সম্ভবপর না। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের ঠোটে ঐ তৃপ্তির হাসি আর দু’চোখে বাঁচার আকাঙ্ক্ষা খুঁজে পাবো।
এবং এই উদ্যেগে অনুপ্রাণিত হয়ে আরো কিছু দায়িত্বশীল মানুষকে তাঁদের পাশে দাড়াতে দেখতে পাই তবেই আনন্দিত হবো এমনটি বলেছেন হাজিপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিধান চন্দ্র দে ।

তিনি সমাজের দায়িত্বশীল মানুষদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, যার যার সামর্থ্য অনুযায়ী আমাদেসহযোগিতা নিয়ে  মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করুন ।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com