ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
স্বাধিনতা মানে শুধুমাত্র নিজস্ব মানচিত্র অর্জন নয়, চাই বাকস্বাধীনতা ও গণতন্ত্র ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ব লন্ডনে বড়লেখার সোয়েব আহমেদের সমর্থনে মতবিনিময় সভা ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত ইতালির ভেনিসে এনটিভির ইউরোপের ডিরেক্টর সাবরিনা হোসাইন কে সংবর্ধনা দিয়েছে ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব পর্তুগালে বেজা আওয়ামীলীগের কর্মি সভা পর্তুগাল এ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন লিসবনে আত্মপ্রকাশ হয় সামাজিক সংগঠন “গোলাপগঞ্জ কমিউনিটি কেয়ারর্স পর্তুগাল “ উচ্ছ্বাস আর আনন্দে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের উদযাপন করেছে পর্তুগাল যথাযথ গাম্ভীর্যের মধ্যে দিয়ে পরিবেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে ভেনিস প্রবাসীরা ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিপিএল-এর উপস্থাপনায় নয়া চমক

দেশদিগন্ত :
  • আপডেটের সময় : ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭
  • / ১২০৫ টাইম ভিউ

বরাবরের মতো এবারো শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সব ঠিক থাকলে আগামী ৪ঠা নভেম্বর শুরু হচ্ছে এ আয়োজনটি। প্রতিবারই বিপিএল-এর পুরো আয়োজনটি উপস্থাপনা নিয়ে থাকে নানা চমক।
শেষ দুইবার আমব্রিনকে দেখা গেলেও এবার থাকছে নতুন চমক। থাকছেন দেশেরই জনপ্রিয় তিন মডেল-উপস্থাপক। তারা হলেন-সামিয়া আফরিন, মারিয়া নূর ও জান্নাতুল পিয়া।
এমনটাই নিশ্চিত করে জানিয়েছেন সামিয়া আফরিন। তিনি বলেন, এবার একটু ভিন্ন চমক থাকছে। আমি ছাড়াও মারিয়া নূর ও জান্নাতুল পিয়াকে দেখা যাবে এবারের আয়োজনে। আমি আর মারিয়া স্টুডিওতে থাকবো। আর পিয়াকে দেখা যাবে সরাসরি মাঠে। আশা করছি পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।
বিপিএল-এর প্রতি আসরে একজন বিদেশি উপস্থাপকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারও কি থাকছে কিনা সে বিষয়ে জানতে চাইলে সামিয়া আরো বলেন, খুব সম্ভবত বাইরে থেকে একজনকে আনা হবে। তবে তাকে মাঠের জন্য নয়। স্টুডিওতেই দেখা যাবে।
উল্লেখ্য, বিপিএল-এর প্রথম আসর থেকে আয়োজনটি চ্যানেল নাইনে সম্প্রচার হলেও সেটা পরিবর্তন হচ্ছে। এ বছর গাজী টিভির পর্দায় দেশের ঘরোয়া ক্রিকেটের জাকযমকপূর্ণ আয়োজনটি উপভোগ করবেন দর্শক।

পোস্ট শেয়ার করুন

বিপিএল-এর উপস্থাপনায় নয়া চমক

আপডেটের সময় : ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭

বরাবরের মতো এবারো শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সব ঠিক থাকলে আগামী ৪ঠা নভেম্বর শুরু হচ্ছে এ আয়োজনটি। প্রতিবারই বিপিএল-এর পুরো আয়োজনটি উপস্থাপনা নিয়ে থাকে নানা চমক।
শেষ দুইবার আমব্রিনকে দেখা গেলেও এবার থাকছে নতুন চমক। থাকছেন দেশেরই জনপ্রিয় তিন মডেল-উপস্থাপক। তারা হলেন-সামিয়া আফরিন, মারিয়া নূর ও জান্নাতুল পিয়া।
এমনটাই নিশ্চিত করে জানিয়েছেন সামিয়া আফরিন। তিনি বলেন, এবার একটু ভিন্ন চমক থাকছে। আমি ছাড়াও মারিয়া নূর ও জান্নাতুল পিয়াকে দেখা যাবে এবারের আয়োজনে। আমি আর মারিয়া স্টুডিওতে থাকবো। আর পিয়াকে দেখা যাবে সরাসরি মাঠে। আশা করছি পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।
বিপিএল-এর প্রতি আসরে একজন বিদেশি উপস্থাপকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারও কি থাকছে কিনা সে বিষয়ে জানতে চাইলে সামিয়া আরো বলেন, খুব সম্ভবত বাইরে থেকে একজনকে আনা হবে। তবে তাকে মাঠের জন্য নয়। স্টুডিওতেই দেখা যাবে।
উল্লেখ্য, বিপিএল-এর প্রথম আসর থেকে আয়োজনটি চ্যানেল নাইনে সম্প্রচার হলেও সেটা পরিবর্তন হচ্ছে। এ বছর গাজী টিভির পর্দায় দেশের ঘরোয়া ক্রিকেটের জাকযমকপূর্ণ আয়োজনটি উপভোগ করবেন দর্শক।