ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
ইরানের সাহস দেখলো পুরো বিশ্ব,যুক্তরাষ্ট্র টের টের পেলো ইরানের শক্তি ৫ বছরে নাগরিকত্ব কে ১০ বছর নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে পর্তুগাল বিপুল আনন্দ উল্লাসে শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন তোমার পরীক্ষা না নিলে,দেশবাসী তোমার পার্শ্বে – এডভোকেট আবেদ রাজা কুলাউড়ায় বিএনপির প্রার্থী চায় স্হানীয় নেতা কর্মিরা পর্তুগাল বিএনপির আসন্ন কমিটি এম এ হাকিম মিনহাজের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা পর্তুগালের আলমাদা তে সন্ত্রাসীর গুলিতে সিলেটের যুবক নিহত ৭ জন পর্তুগালের নাগরিক সহ ভারতের গুজরাতে বিমানের বিধ্বস্ত কুলাউড়া সহ প্রবাসীদের আবেদ রাজা’র ঈদ শুভেচ্ছা ড, সাইফুল আলম চৌধুরী’র ঈদুল আযহা’র শুভেচ্ছা

দাউদপুর রাস্তায় মাঠি ভরাট কাজের অনিয়মের অভিযোগ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
  • / ১৯০৮ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ   কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দাউদপুর হইতে ভুঁইগাও মলয় সুত্রধরের বাড়ী পযন্ত রাস্তায় মাঠি ভরাটের কজের অনিয়মের অভিযোগ করছেন এলকাবাসী।

জানা যায় ইজিপিপি ১ম পর্যায় ভুইগাও মলয় সুত্রধরের বাড়ী হইতে দাউদপুর রাস্তার দাউদপুর জামে মসজিদ পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণ প্রকল্পে ৩ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এলাকাবসীর অভিযোগ উক্ত কাজে ৫০/৬০ হাজার টাকার কাজও হয় নাই নামে মাত্র মাঠি ভরাটের কাজ করা হয়েছে।বাকী টাকা আত্তসাৎ করা হয়েছে বলে অভিযোগ করছেন এলকাবাসী।

এ ব্যায়াপারে উপজেলা নিবার্হী অফিসার বরাবর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ করছেন এলাকাবাসীর পক্ষে প্রবাসী দেলওযার হোসেন, ইন্তাজ আলী, হোছন মিয়া, ইসমাইল মিয়া, সামছুল হক, আরজু মিয়া, মজিদ মিয়াসহ আরও অনেক।

উক্ত কাজের প্রজেক্ট চেয়ারম্যান ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল এর সাথে আলাপ করলে তিনি জানান আমার বক্তব্য ফেসবুকে দেওয়া আছে  একটি কুচক্রী মহল তাহার সম্মান নষ্ঠের জন্য লেখা লেখি করছে।

এব্যাপারে ১০ নং হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু সাহেব এর সাথে আলাপ করলে তিনি জানান তিনি একটি মিটিংয়ে আছেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান এব্যায়পারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবী উক্ত রাস্তায় বার বার কাজ আসলে একটি বারও অর্ধেক টাকার হচ্ছেনা।তাই তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করে মাটি ভরাট করে পাঁকা করণের উপযোগী করার দাবী।

পোস্ট শেয়ার করুন

দাউদপুর রাস্তায় মাঠি ভরাট কাজের অনিয়মের অভিযোগ

আপডেটের সময় : ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ   কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দাউদপুর হইতে ভুঁইগাও মলয় সুত্রধরের বাড়ী পযন্ত রাস্তায় মাঠি ভরাটের কজের অনিয়মের অভিযোগ করছেন এলকাবাসী।

জানা যায় ইজিপিপি ১ম পর্যায় ভুইগাও মলয় সুত্রধরের বাড়ী হইতে দাউদপুর রাস্তার দাউদপুর জামে মসজিদ পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণ প্রকল্পে ৩ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এলাকাবসীর অভিযোগ উক্ত কাজে ৫০/৬০ হাজার টাকার কাজও হয় নাই নামে মাত্র মাঠি ভরাটের কাজ করা হয়েছে।বাকী টাকা আত্তসাৎ করা হয়েছে বলে অভিযোগ করছেন এলকাবাসী।

এ ব্যায়াপারে উপজেলা নিবার্হী অফিসার বরাবর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ করছেন এলাকাবাসীর পক্ষে প্রবাসী দেলওযার হোসেন, ইন্তাজ আলী, হোছন মিয়া, ইসমাইল মিয়া, সামছুল হক, আরজু মিয়া, মজিদ মিয়াসহ আরও অনেক।

উক্ত কাজের প্রজেক্ট চেয়ারম্যান ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল এর সাথে আলাপ করলে তিনি জানান আমার বক্তব্য ফেসবুকে দেওয়া আছে  একটি কুচক্রী মহল তাহার সম্মান নষ্ঠের জন্য লেখা লেখি করছে।

এব্যাপারে ১০ নং হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু সাহেব এর সাথে আলাপ করলে তিনি জানান তিনি একটি মিটিংয়ে আছেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান এব্যায়পারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবী উক্ত রাস্তায় বার বার কাজ আসলে একটি বারও অর্ধেক টাকার হচ্ছেনা।তাই তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করে মাটি ভরাট করে পাঁকা করণের উপযোগী করার দাবী।