শাহ আলমঃ রাজশাহী সরকারি হাসপাতালের ঔষধ পাচারকালে একজনকে আটক করছে গোয়েন্দা পুলিশ, এ সময় তার কাছ থেকে আনুমানিক ১ লক্ষ ১০ হাজার টাকার সরকারি ঔষধ জব্দ করে গোয়েন্দা পুলিশ, আটককৃত মোঃ মাকসুদুল হক (৩৫) রাজশাহী নগরের রাজপাড়া থানার ঠাকুরমারা এলাকার সানাউল্লাহ মিয়ার ছেলে। সে নগরীর লক্ষীপুর এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন মাকসুদুল ।
পুলিশ সুত্রে জানায়ায় ওষুধ গুলো নিয়ে চাপাইনবাবগন্জের উদ্দেশ্যে যাচ্ছিল, সোমবার দুপুর বেলা পৌনে একটার দিকে মাকসুদুল দুই বা চার ফুট আয়তনের একটু কাটুন নিয়ে যায়, ঔষধ গুলোর বাজার মূল্য,আনুমানিক ১ লক্ষ ১০ হাজার টাকা, মাকসুদুল পুলিশের কাছে শিকার করেছেন ঔষধ গুলো কুষ্টিয়ায় এক ব্যাক্তি তাকে বিক্রি করার জন্য দিয়েছেন। পুলিশ কে বিভান্ত করার জন্য একেক সময় একেক রকম তথ্য বা কথা বলছেন, তাছাড়াও চাপাইনবাবগন্জের যে লোকের কাছে ঔষধ গুলো বিক্রি করবেন তার নামও তিনি একেক সময় একেক রকম বলছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com