আপডেট

x


জনগণের উল্লাসই বলে দিচ্ছে কালাপুরে তুহিন চৌধুরীর চশমা এগিয়ে

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ | ২:০৪ পূর্বাহ্ণ | 379 বার

জনগণের উল্লাসই বলে দিচ্ছে কালাপুরে তুহিন চৌধুরীর চশমা এগিয়ে
হাফিজুর রহমান চৌধুরী (তুহিন)

শ্রীমঙ্গঁল প্রতিনিধি।। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গঁল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হলে চশমার বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেন তরুন ও যুবকেরা।
তারা আরো বলেন হাফিজুর রহমান(তুহিন) চৌধুরীর প্রতিটি মতবিনিময় সভায় আমজনতার উপছে ভরা বিড় তাই বলে দিচ্ছে।
মৌলভীবাজার জেলার মধ্যে তৃতীয় ও পঞ্চম ধাপের স্হানীয় নির্বাচনে শুধুমাত্র কালাপুর ইউনিয়নের তরুন ও যুবকেরা সেচ্ছায় নিজের যা কিছু আছে তা নিয়ে প্রচারনায় কাজ করে যাচ্ছে চশমা প্রতিক এর জন‍্য ।
এই পযর্ন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের মধ্যে এ নিয়েই আলোচনা হচ্ছে যে অতিত থেকে এখন পযর্ন্ত মৌলভীবাজার জেলার ভিতর মানবতার ফেরিওয়ালা নামে খ‍্যাত হাফিজুর রহমান চৌধুরী।

চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান চৌধুরী (তুহিন) বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে চশমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তবে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় আছে।
যেভাবে তরুন ও যুবক এবং মুরব্বিরা স্বইচ্ছায় আমার শ্রম দিয়ে যাচ্ছেন,নির্বাচন সুষ্ঠু হলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ।
উল্লেখ্য কালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৭ জন চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন।
মো:হাফিজুর রহমান চৌধুরী (তুহিন) – প্রতীক চশমা
মোহাম্মদ ফজলুর রহমান ( ফজলু)- প্রতীক ঘোড়া
মুজিবুর রহমান মুজুল – প্রতীক আনারস
দেলোয়ার হোসেন- প্রতীক অটোরিক্সা
মো: মামরুল আলম বদরুল-প্রতীক মটরসাইকেল
মো: আব্দুল মতলিব দলীয় নৌকা
নুরুল ইসলাম খেলাফত মজলিস প্রতীক হাত পাখা।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com