ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • / ১৫৫২ টাইম ভিউ

গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। বিশ্ব তারকাদের ঢল চোখে পড়ল এবারের অ্যামিতেও। এবারের উৎসবটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট। অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে দ্য হ্যান্ডমেইডস টেল। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় দ্য নাইট অব-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ।

এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

E-2-59bf7b6d05641

বিগ লিটিল লাইস’ এর সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান ও লেস উইথহারস্পুন

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।

দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস।

এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

201371-01-02-59bfcb226568a

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে পদক হাতে অভিনেত্রী এলিজাবেথ মস

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।

১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয় অনুষ্ঠানটি।

পোস্ট শেয়ার করুন

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হলেন যারা

আপডেটের সময় : ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল অ্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। বিশ্ব তারকাদের ঢল চোখে পড়ল এবারের অ্যামিতেও। এবারের উৎসবটি উপস্থাপনা করেন মার্কিন কৌতুকাভিনেতা ও টেলিভিশন উপস্থাপক স্টেফেন কোলবার্ট। অ্যামির এবারের আসরে গুরুত্বপূর্ণ চারটি শাখায় পুরস্কার জিতেছে দ্য হ্যান্ডমেইডস টেল। সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় পুরস্কার জিতেছে এ টিভি সিরিজটি।

সিনেমা শাখায় দ্য নাইট অব-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার হাতে তুলেছেন ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ।

এছাড়া সবচেয়ে বেশি পুরস্কার জেতা সিরিজের মধ্যে রয়েছে এইচবিও’র ‘বিগ লিটল লাইস’।

লিমিটেড সিরিজ শাখায় সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পরিচালক ও সেরা লিমিটেড সিরিজের পুরস্কার জিতেছে এটি।

E-2-59bf7b6d05641

বিগ লিটিল লাইস’ এর সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান ও লেস উইথহারস্পুন

ড্রামা সিরিজ : দ্য হ্যান্ডমেইডস টেল (হুলু) সেরা কমেটি সিরিজ বিজয়ী হয়েছে ‘ভিপ’। এইচবিও চ্যানেলে প্রচার হয়েছে এটি।

দ্য হ্যান্ডমেইডস টেল সিরিজের জন্য সেরা ড্রামা অভিনেত্রী ভায়োলা এলিজাবেথ মস, দিস ইজ আস’র জন্য ড্রামা অভিনেতা হিসেবে সেরা অভিনেতার খেতাব জিতেছেন স্টার্লিং কে ব্রাউন, কমেডি অভিনেতায় সেরা হয়েছেন ডোনাল্ড গ্লোভার। অ্যাটলান্টা সিরিজের জন্য এ খেতাব এসেছে তার।

ভিপে অভিনয় করে সেরা কমেডি অভিনেত্রী হয়েছেন জুলিয়া লুইস-ড্রেফাস।

এ ছাড়াও লিমিটেড সিরিজের সেরা অভিনেতা রিজ আহমেদ (দ্য নাইট অব), একই শাখায় সেরা অভিনেত্রী নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)।

201371-01-02-59bfcb226568a

৬৯তম অ্যামি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে পদক হাতে অভিনেত্রী এলিজাবেথ মস

কমেডি সিরিজের সেরা পরিচালক ডোনাল্ড গ্লোভার (অ্যাটলান্টা), ড্রামা সিরজের সেরা পরিচালক রিড মোরানো (দ্য হ্যান্ডমেইডস টেল এবং লিমিটেড সিরিজ, সিনেমা অথবা ড্রাম্যাটিক স্পেশাল পরিচালক হিসেবে জয়ী হয়েছেন জেন মার্ক ভ্যালে (বিগ লিটল লাইস)।

১৭ সেপ্টেম্বর সিবিএস চ্যানেলে প্রচার হয় অনুষ্ঠানটি।