সৈয়দ আশরাফের জানাজায় মানুষের ঢল
- আপডেটের সময় : ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
- / ১১৩৬ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় সবস্তরের মানুষের ঢল নেমেছে। রোববার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার পর শোলাকিয়া ঈদগাহ ময়দানে সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত। এরপর সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারসহ অন্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের মরদেহ হেলিকপ্টার যোগে শোলাকিয়ায় নেয়া হয়। তার জানাজায় অংশগ্রহণ করতে সেখানে মানুষের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান। কিশোরগঞ্জ থেকে আশরাফের মরদেহ নেয়া হবে তার জন্মস্থান ময়মনসিংহে। ময়মনসিংহে তৃতীয় জানাজার পর বিকালে তার মরদেহ ঢাকায় আনা হবে। এরপর বনানী কবরস্থানে বাদ আসর তাকে দাফন করা হবে। প্রসঙ্গত, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মৃত্যুবরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।