সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র নতুন কমিটি ঘোষণা

- আপডেটের সময় : ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯
- / ১৩২৮ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ২০১৯-২০২০ সালের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর পূর্ব জিন্দবাজারস্থ হোটেল গোল্ডেন সিটির হল রুমে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অানুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অাব্দুল বাতিন ফয়সল ও পরিচালানায় ছিলেন সাধারণ সম্পাদক শংকর দাস।
সাধারণ সভায় সম্মতিতে তাৎক্ষনিকভাবে নির্বাচন কমিশন গঠিত হয় এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচনের সিদ্ধান্ত হয়। তবে, কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শ্যামল সিলেট\’র সিনিয়র আলোকচিত্রী ও নিউজমিরর টুয়েন্টিফোর ডটকম\’র নির্বাহী সম্পাদক মাহমুদ হোসেন। অন্য দু\’টি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করে শেষ পর্যন্ত সভাপতি পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক যুগান্তর\’র আলোকচিত্রী মামুন হাসান। তাঁর প্রতিদ্বন্দ্বি দৈনিক বাংলাদেশ প্রতিদিন\’র আলোকচিত্রী নাজমুল কবীর পাবেল পান ১৩ ভোট। অপরদিকে ১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক উত্তরপূর্বের আলোকচিত্রী শংকর দাস। তাঁর প্রতিদ্বন্দ্বি দৈনিক সিলেটের দিনকাল\’র নুরুল ইসলামের প্রাপ্ত ভোট ১৫টি।
রাত ১১ টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক আতাউর রহমান আতা, তকুল রানা, আফতাব উদ্দিন ও কুমার গনেশ পাল।
পরে নির্বাচিত প্রতিনিধি ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা মিলে কার্যনির্বাহী কমিটির অন্য সদস্য মনোনীত করেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দুলাল হোসেন, কয়েছ আহমদ, সহ-সাধারণ সম্পাদক শেখ আবদুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির লিটন, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হন আবদুল বাতিন ফয়সল, শেখ নাসির, আশকার আমিন লস্কর রাব্বী, শাহীন আহমদ ও এস এম সুজন।
দ্বিবার্ষিক সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুলাল হোসেন, আনিস রহমান, বিলকিছ আক্তার সুমি, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এফ এ মুন্না, শাহীন আহমদ, রত্না আহমদ তামান্না, এস এম সুজন, হুমায়ুন কবির লিটন, সুব্রত দাস, এইচ এম শহীদুল, আব্দুল মোমিন ইমরান, শিপন আহমদ, আবু বকর প্রমুখ।