লংলা আধুনিক ডিগ্রি কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস
- আপডেটের সময় : ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
- / ১১৯১ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ার দক্ষিণ লংলার ঐতিহ্যবাহী বিদ্যপীঠ লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কলেজ গভর্ণি বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নজমুল হোসেন, কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ গোলাপ মিয়া, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক হেলাল খাঁন, ইতিহাস বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক ইন্দ্রজিৎ রায়, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হানিফ, কলেজ গভর্ণি বডির সদস্য মোঃ আব্দুল আজিজ, মোঃ উস্তার মিয়া, বাবু হরিপদ দাস, মোঃ লিয়াকত আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর ও হাসান আল রাজু প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীবন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বি ফাউন্ডেশন রবিরবাজারের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।