ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

রাজনগরে অসহায় ৬৫ পরিবারের পাশে দুই ভাই

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • / ১১২৫ টাইম ভিউ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে অসহায়, কর্মহীন দিনমজুরের পাশে দাড়িয়েছেন দুই ভাই। তারা হলেন, পুলিশের সহকারী উপপরিদর্শক রজত দেব ও ব্যবসায়ী রনি দেব। করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিন ও লক ডাউনে থাকা প্রেমনগর, রাজখলা ও ক্ষেমসহস্র গ্রামের ৬৫টি পরিবারকে তারা তাদের পারিবারিক তহবিল থেকে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেছেন। দুঃসময়ে উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী ওই পরিবারগুলো আবেগ আপ্লুত হয়ে পড়েন। এলাকার অন্যান্য বাসিন্দারাও তাদের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন। উপহার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আটা, ১ কেজি লবন, ১টা বড় সাবান।
পুলিশের সহকারি উপপরিদর্শক রজত দেব বলেন, আমি সরকারি চাকরি করি। মাস শেষে বেতন পাই। আমাদের পারিবারিক ব্যবসাও আছে। তাই আমাদের দুইবেলা খেতে সমস্যা হচ্ছে না। করোনা পরিস্থিতিতে আমার এলাকার অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তারা ঠিকমত খেতে পারছে না। তাই আমাদের ব্যক্তিগত তহবিল থেকে কিছু টাকা খরচ করে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। যদি সামর্থ্য থাকতো তবে আরও অনেককে সাহায্য করতাম। ভবিষ্যতে এসব মানুষের পাশে থাকবো। রনি দেব বলেন, আমি চাই যাদের সাহায্য করার মত সামর্থ্য আছে তারা প্রত্যকেই অসহায় মানুষের মানুষের পাশে দাঁড়ান। যারা আজ অসহায় তারা আমাদেরই প্রতিবেশী, বন্ধু আত্মীয়স্বজন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

পোস্ট শেয়ার করুন

রাজনগরে অসহায় ৬৫ পরিবারের পাশে দুই ভাই

আপডেটের সময় : ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে অসহায়, কর্মহীন দিনমজুরের পাশে দাড়িয়েছেন দুই ভাই। তারা হলেন, পুলিশের সহকারী উপপরিদর্শক রজত দেব ও ব্যবসায়ী রনি দেব। করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিন ও লক ডাউনে থাকা প্রেমনগর, রাজখলা ও ক্ষেমসহস্র গ্রামের ৬৫টি পরিবারকে তারা তাদের পারিবারিক তহবিল থেকে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেছেন। দুঃসময়ে উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী ওই পরিবারগুলো আবেগ আপ্লুত হয়ে পড়েন। এলাকার অন্যান্য বাসিন্দারাও তাদের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন। উপহার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আটা, ১ কেজি লবন, ১টা বড় সাবান।
পুলিশের সহকারি উপপরিদর্শক রজত দেব বলেন, আমি সরকারি চাকরি করি। মাস শেষে বেতন পাই। আমাদের পারিবারিক ব্যবসাও আছে। তাই আমাদের দুইবেলা খেতে সমস্যা হচ্ছে না। করোনা পরিস্থিতিতে আমার এলাকার অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তারা ঠিকমত খেতে পারছে না। তাই আমাদের ব্যক্তিগত তহবিল থেকে কিছু টাকা খরচ করে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। যদি সামর্থ্য থাকতো তবে আরও অনেককে সাহায্য করতাম। ভবিষ্যতে এসব মানুষের পাশে থাকবো। রনি দেব বলেন, আমি চাই যাদের সাহায্য করার মত সামর্থ্য আছে তারা প্রত্যকেই অসহায় মানুষের মানুষের পাশে দাঁড়ান। যারা আজ অসহায় তারা আমাদেরই প্রতিবেশী, বন্ধু আত্মীয়স্বজন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।