আপডেট

x


রাজনগরে অসহায় ৬৫ পরিবারের পাশে দুই ভাই

সোমবার, ২৭ এপ্রিল ২০২০ | ২:৩৯ পূর্বাহ্ণ | 746 বার

রাজনগরে অসহায় ৬৫ পরিবারের পাশে দুই ভাই

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে অসহায়, কর্মহীন দিনমজুরের পাশে দাড়িয়েছেন দুই ভাই। তারা হলেন, পুলিশের সহকারী উপপরিদর্শক রজত দেব ও ব্যবসায়ী রনি দেব। করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিন ও লক ডাউনে থাকা প্রেমনগর, রাজখলা ও ক্ষেমসহস্র গ্রামের ৬৫টি পরিবারকে তারা তাদের পারিবারিক তহবিল থেকে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেছেন। দুঃসময়ে উপহার সামগ্রী পেয়ে উপকারভোগী ওই পরিবারগুলো আবেগ আপ্লুত হয়ে পড়েন। এলাকার অন্যান্য বাসিন্দারাও তাদের এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন। উপহার সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য বরাদ্দ ছিল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আটা, ১ কেজি লবন, ১টা বড় সাবান।
পুলিশের সহকারি উপপরিদর্শক রজত দেব বলেন, আমি সরকারি চাকরি করি। মাস শেষে বেতন পাই। আমাদের পারিবারিক ব্যবসাও আছে। তাই আমাদের দুইবেলা খেতে সমস্যা হচ্ছে না। করোনা পরিস্থিতিতে আমার এলাকার অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তারা ঠিকমত খেতে পারছে না। তাই আমাদের ব্যক্তিগত তহবিল থেকে কিছু টাকা খরচ করে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। যদি সামর্থ্য থাকতো তবে আরও অনেককে সাহায্য করতাম। ভবিষ্যতে এসব মানুষের পাশে থাকবো। রনি দেব বলেন, আমি চাই যাদের সাহায্য করার মত সামর্থ্য আছে তারা প্রত্যকেই অসহায় মানুষের মানুষের পাশে দাঁড়ান। যারা আজ অসহায় তারা আমাদেরই প্রতিবেশী, বন্ধু আত্মীয়স্বজন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com