রাইজিংস্টার ক্লাব কুলাউড়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

- আপডেটের সময় : ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
- / ১১৩৩ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়ার পৌরসভার একমাত্র রেজিষ্ট্রেশন কৃত প্রাচীনতম সংগঠন রাইজিং স্টার ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১২ জুলাই কুলাউড়া শহরের অস্থায়ী কার্যালয়ে রাইজিংস্টার কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ ফরহাদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব তোফায়েল আহমেদ সঞ্চালনায় কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রথম পর্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মতামতের ভিত্তিতে আতাউর রহমান চৌধুরী সোহেল কে সভাপতি ও মোঃ নাজমুল বারী সোহেলকে সাধারন সম্পাদক, সৈয়দ আবির হোসেনকে সাংগঠনিক করে ১৭ সদস্যের একটি কমিটির ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলমাছ পারভেজ তালুকদার, সহ-সভাপতি শফিউল আলম সৌরভ, যুগ্ন-সাধারণ সম্পাদক এ কে এম জাবের, যুগ্ন-সাধারন সম্পাদক আশিক জাহান সাইফ, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি দোহা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান অনিক, ক্রীড়া সম্পাদক ফারহান খাঁন, সাহিত্য বিষয়ক সম্পাদক সৈয়দ আদনান উদ্দিন অলি, অর্থ বিষয়ক সম্পাদক মোশারিয়ার আলম ছাহাব, কার্যনির্বাহি সদস্যরা হলেন- এনামুল হক, আহবাব হোসেন রাসেল, রাহাত সারোয়ার জনি, আবু সায়হাম রুমেল, আব্দুল্লা আল মামুন জয় (তারেক)। সভার দ্বিতীয় পর্বে ২ য় পর্য়ায়ের অনুষ্ঠানে নির্বাচিত সভাপতি আতাউর রহমান চৌধুরী ছোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় কমিটির আগামীর কার্যকম নিয়ে আলোচনা হয় নবগঠিত কমিটির ৷ নতুন পুরাতন সবাইকে নিয়ে ছবি উঠা ও রাতের খাবার আয়োজন করেন রাইজিং স্টারের সহযোগি সংগঠন আব্দুল হান্নান এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান এ এফ এম ফৌজি চৌধুরী এসময় উপস্থিত থেকে বক্তব রাখেন কেন্দ্রীয় নির্বাহি কমিটির চেয়ারম্যান উপাধক্ষ ফরহাদ আহমদ কো চেয়ারম্যান জাকারিয়া আলম মিন্টু, সদস্য আব্দুল বাছিত জাহাঙ্গীর ,আবুল খায়ের,সদস্য সচিব তোফায়েল আহমদ ডালিম, সহ সভাপতি আলমাছ পারভেছ তালুকদার, সহ সাধারণ সম্পাদক অাশিক জাহান সাইফ, সম্মানিত সদস্য আব্দুল্লা আল মামুন জয় (তারেক), সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবীর হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী দোহা,প্রচার সম্পাদক মোমিনুর রহমান অনিক, সাহিত্য সম্পাদক সৈয়দ আদনান উদ্দিন অলি,অর্থ সম্পাদক মোশারিয়ার আলম ছাহাব প্রমুখ।