ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্ট ইলেকশন ডলি’র হ্যাটট্রিক জয় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

‘রঙ’ বাংলাদেশ-এর ঈদ আয়োজনের ঢেউ টরন্টোতে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
  • / ১৯৪১ টাইম ভিউ

ঈদ এসে গেল বলে। বছরের সবচেয়ে বড় উৎসবকে তো আর হেলাফেলা করে উদযাপন করা চলে না। তাই রঙ বাংলাদেশ বিচিত্র আয়োজনে সাজিয়েছে ঈদসম্ভার। বিপুল আর বিস্ময়কর এই পৃথিবীর আনানে কানাচে ছড়িয়ে আছে অযূত সৃষ্টির প্রেরণা। রঙ বাংলাদেশ সেখান থেকেই কুড়িয়ে নিয়েছে একগুচ্ছ। আর সেসব অনবদ্য প্রেরণা-আকরে তৈরি ডিজাইনে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ঈদ সংগ্রহ। ঈদের এই সংগ্রহগুলো আটলান্টিক পাড়ি দিয়ে চলে এসে এসেছে টরন্টোতে। নগরীর বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্কের সন্নিকটে বাংলাদেশি মালিকানাধীন She next fashion এর ষ্টোর ‘রঙ’ বাংলাদেশের একমাত্র পরিবেশক। আর এখানেই পাওয়া যাচ্ছে রঙ-এর ডিজাইনকৃত সব আকর্ষণীয় পোশাক।  রঙ বাংলাদেশ বরাবরের মতো বিষয়ভিত্তিক প্রেরণায় সংগ্রহ সাজাতে চায়। এই ধারায় এবার বেছে নেয়া হয়েছে নকশি কাঁথা, ইবান টেক্সটাইল, আফ্রিকান মাড হাউজ আর ইসলামিক নকশা। এই চার বিষয় থেকে তৈরি করা হয়েছে মোটিফ। চমৎকর বিন্যাসে তা সাজানো হয়েছে কাপড়ের ক্যানভাসে। সেই কাপড়ে তৈরি হয়েছে পাঞ্জাবি,শার্ট, সালোয়ার-কামিজ-দোপাট্টাসহ নানা পোশাক। একইভাবে শাড়িকেও আকর্ষণীয় রূপ দেয়া হয়েছে এসব মোটিফের অনন্য বিন্যাসে। রঙ বাংলাদেশ-এর ঈদ সম্ভাবে থাকছে শাড়ি, সালোয়া- কামিজ, সিঙ্গল কামিজ, স্লিভলেস কুর্তি, পাঞ্জাবি, টি-শার্ট, হাফ শার্ট, ফতুয়া, হাতা কাটা ফ্রক, বাচ্চাদের শাড়ি ও পাঞ্জাবি। চার ধরণের ন্যাচারাল ফ্যাব্রিক নিয়েই কাজ হয়েছে। সম্পূর্ণ সংগ্রহ তৈরি হয়েছে সূতি, এন্ডি, মসলিন আর সিল্কে। এতেই ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আবহ। মূল রং লাল, নীল, সবুজ, আর সহকারি রং হলুদ, কমলা, মেরুন, গেরুয়া, বাদামী, ম্যাজেন্টা, আর সাদার বিভিন্ন শেড ব্যবহার করা হয়েছে সুচিন্তিতভাবে।

পোস্ট শেয়ার করুন

‘রঙ’ বাংলাদেশ-এর ঈদ আয়োজনের ঢেউ টরন্টোতে

আপডেটের সময় : ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭

ঈদ এসে গেল বলে। বছরের সবচেয়ে বড় উৎসবকে তো আর হেলাফেলা করে উদযাপন করা চলে না। তাই রঙ বাংলাদেশ বিচিত্র আয়োজনে সাজিয়েছে ঈদসম্ভার। বিপুল আর বিস্ময়কর এই পৃথিবীর আনানে কানাচে ছড়িয়ে আছে অযূত সৃষ্টির প্রেরণা। রঙ বাংলাদেশ সেখান থেকেই কুড়িয়ে নিয়েছে একগুচ্ছ। আর সেসব অনবদ্য প্রেরণা-আকরে তৈরি ডিজাইনে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ঈদ সংগ্রহ। ঈদের এই সংগ্রহগুলো আটলান্টিক পাড়ি দিয়ে চলে এসে এসেছে টরন্টোতে। নগরীর বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়া পার্কের সন্নিকটে বাংলাদেশি মালিকানাধীন She next fashion এর ষ্টোর ‘রঙ’ বাংলাদেশের একমাত্র পরিবেশক। আর এখানেই পাওয়া যাচ্ছে রঙ-এর ডিজাইনকৃত সব আকর্ষণীয় পোশাক।  রঙ বাংলাদেশ বরাবরের মতো বিষয়ভিত্তিক প্রেরণায় সংগ্রহ সাজাতে চায়। এই ধারায় এবার বেছে নেয়া হয়েছে নকশি কাঁথা, ইবান টেক্সটাইল, আফ্রিকান মাড হাউজ আর ইসলামিক নকশা। এই চার বিষয় থেকে তৈরি করা হয়েছে মোটিফ। চমৎকর বিন্যাসে তা সাজানো হয়েছে কাপড়ের ক্যানভাসে। সেই কাপড়ে তৈরি হয়েছে পাঞ্জাবি,শার্ট, সালোয়ার-কামিজ-দোপাট্টাসহ নানা পোশাক। একইভাবে শাড়িকেও আকর্ষণীয় রূপ দেয়া হয়েছে এসব মোটিফের অনন্য বিন্যাসে। রঙ বাংলাদেশ-এর ঈদ সম্ভাবে থাকছে শাড়ি, সালোয়া- কামিজ, সিঙ্গল কামিজ, স্লিভলেস কুর্তি, পাঞ্জাবি, টি-শার্ট, হাফ শার্ট, ফতুয়া, হাতা কাটা ফ্রক, বাচ্চাদের শাড়ি ও পাঞ্জাবি। চার ধরণের ন্যাচারাল ফ্যাব্রিক নিয়েই কাজ হয়েছে। সম্পূর্ণ সংগ্রহ তৈরি হয়েছে সূতি, এন্ডি, মসলিন আর সিল্কে। এতেই ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আবহ। মূল রং লাল, নীল, সবুজ, আর সহকারি রং হলুদ, কমলা, মেরুন, গেরুয়া, বাদামী, ম্যাজেন্টা, আর সাদার বিভিন্ন শেড ব্যবহার করা হয়েছে সুচিন্তিতভাবে।