মৌলভীবাজারে লন্ডন ক্লক টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন

- আপডেটের সময় : ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
- / ৭২৫ টাইম ভিউ
ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় ও যুক্তরাজ্যে প্রবাসীদের অর্থায়নে লন্ডন ক্লক টাওয়ারের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২৮ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে জেলা জামে মসজিদের খতিব মুফতি শামছুল ইসলামের মোনাজাতের মধ্যে দিয়ে কাজের শুভ সূচনা করা হয় ।
ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান , প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্যানেল মেয়র মো: ফয়সল আহমদ, প্যানেল মেয়র আসাদ হোসেন মক্কু, কাউন্সিলর আয়াছ আহমদ, কাউন্সিলর জালাল আহমদ, পৌরসভার নিবাহী প্রকৌশলী মো: আবুল হোসেন, মানবাধিকার কর্মী, নিসচা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার, সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজসহ প্রবাসী, পৌর কর্মকর্তা–কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।