বর্ণিল জমকালো আয়োজনে অনুষ্টিত হলো সারা বাংলা (ssc-91)বন্ধুদের মিলন মেলা
- আপডেটের সময় : ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ২৪০০ টাইম ভিউ
শাহ ইসমাইল, সিলেট ব্যুরো: আমরাই বন্ধু,বন্ধনে-৯১
কী রে তুই বেশ মোটা হয়ে গেছিস, আরে তোর মাথা তো দেখি পুরাই ফাঁকা হয়ে গেছে, কত দিন পর তোকে দেখলাম, আরে আমাদের ৯১ ব্যাচের সব বান্ধবীরা দারুন সুন্দরী যেনো সবাই বোম্বের প্রীতিজিনতা, বন্ধু তুই একটা ফোনও দিস না, আমার মোবাইল নম্বর কি তোর কাছে নেই- এমন নানা কথার ফুলঝুরি গত ১৫ই ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা শেরে বাংলা কৃর্ষিবিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণিল সাজে জমকালো আয়োজনে দীর্ঘ
২৯বছর পরে বন্ধুত্বের টানে অনুষ্টিত হলো সারা বাংলা(ssc-91) ব্যাচের বন্ধুদের প্রথম মিলন মেলা,
যার জন্য সু-দীর্ঘ পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সর্বদা মগ্ন ছিলেন আমাদের এই বন্ধু ফোরামের অহংকার চীপ এডমিন (salma Zabunnesa)সহ ক-জন মডারেট এডমিন বন্ধু।
বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন কিন্তু তাকে চেনেন না। তুমি জানো সে কিন্ত তোমার বন্ধু। সেই বন্ধুর জন্য ছুটে এসেছেন শত মাইল দূর থেকে- এমনও হয় নাকি বলে যারা অবিশ্বাসের চোখে তাকাচ্ছেন তাদের জন্যই বলছি, সারা বাংলা(sss-91) ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা গড়ে তুলেছে এমন বন্ধুত্বের মেলাবন্ধন। আর সেই বন্ধুত্বের ডাকে সাড়া দিয়ে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে একত্র হয়েছেন প্রায় ১৩ হাজার বন্ধু
গত ২৯ বছরে এদের একেকজন নানা পেশায় চলে গেছেন। কেউ দেশে আছেন, কেউ বা বিদেশ আছেন।
অংশগ্রহণ করেন সারা দেশের প্রায় ৯০০ জন বন্ধু গত অক্টোবর -২০১৯ ইং সালে বন্ধুদের সার্বিক কার্যক্রম পরিচালনার উদ্দ্যেশ্যে একটি Facebook গ্রুপ তৈরি করেছিলেন বন্ধু (salma Zabunnesa) সহ কয়েক জন বন্ধু শুরুতে সদস্য সংখ্যা কম থাকলেও এখন গ্রুপের সদস্য স্পর্শ করতে চলেছে ১৩ হাজারের গণ্ডি। সকলের অংশগ্রহণেই এই গ্রুপ স্বতস্ফুর্তভাবে চলছে।
ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেক বন্ধু। সবার আন্তরিক অংশগ্রহণকে ভীষণ ইতিবাচক হিসেবে দেখছেন প্রিয় বন্ধু চীপ এডমিন( salma Zabunnesa)সহ মডারেট গন এই গ্রুপ হাসি-আনন্দের পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সবার জন্য কাজ করবে যেখানে যে কোন ধরনের সহযোগিতা এবং গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে একটি মাইলফলক তৈরি করবে।
বর্মানে গ্রুপে কয়জন জন মডারেট রয়েছেন যারা গ্রুপের বিভিন্ন দিক নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্টানের থিম সং দারুন-! সুন্দর গানের কথাগুলো সময়উপযোগী বন্ধুদের বয়স অনুয়ায়ী মানান সই যা মনের ভিতরে দারুন দাগ কাঠে,
আগামীতে আরও বড় পরিসরে মিলনমেলা/ প্রতিষ্টা বার্ষিকী/ পহেলা বৈশাখ সহ পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনার থাকবে বলে আমরা দারুন আশাবাদী।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো
আনন্দ-আড্ডা, গান, কৌতুক, খাই- দাই, সেলফি ইত্যাদি।
১১:০০ মিঃ
বন্ধুদের ভেন্যুতে আগমন।
১১:১৫ -১২:০০ মিঃ
কফি টাইম
১২:০০ – ১২:১০ মিঃ
কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাইবেল পাঠ, ত্রিপিটক পাঠ।
১২:১০ – ১২:২০ মিঃ
জাতীয় সংগীত পরিবেশন।
১২:২০ – ১২:২১ মিঃ
অকাল প্রয়াত বন্ধুদের জন্য ১ মিঃ নিরবতা পালন।
প্রোগ্রাম কো অর্ডিনেটর পরিচিত ও তাদের অনুষ্ঠান কার্যক্রম সম্পর্কিত বক্তব্য ।
অন্যান্য সদস্যদের বক্তব্য । যারা অংশ গ্রহণ করতে চায় আলোচনায় প্রতি বিভাগীয় শহর থেকে একজন।
১২:২২ – ১২:৩০ মিঃ
এডমিন কর্তৃক স্বাগত বক্তব্য।
১২:৩০ – ১২:৩৫ মিঃ
এডমিন প্যানেল পরিচিতি।
১২:৩৫ – ১২:৪৫ মিঃ
৩/৫ জন মডারেটরস এর অভিজ্ঞতা বর্ননা।
১২:৪৫ – ১২:৫৫ মিঃ
থিম সং পরিবেশনা (এডমিন প্যানেল ও গানের কন্ঠদানকারী বন্ধুরা + উপস্থিত সবাই মিলে।
১২:৫৫ -০১:৩০ মিঃ
আগত বন্ধুদের মধ্যে থেকে ১৫ জন বন্ধুর অভিজ্ঞতা শেয়ারিং।
১:৩০ -৩:০০ মিঃ
আগত সকল বন্ধুদের নিয়ে উন্মুক্ত আয়োজন- গান, কবিতা, কৌতুক ও অন্যান্য পরিবেশনা ও দুপুরের লাঞ্চ
দুপুরের খাবারের পর raffel draw তে প্রথম পুরস্কার ১টি ওয়াশিং মেশিন থাকছে۔ এ ছাড়া ০৩ টি এন্ড্রোয়েড মোবাইল সেট, ডায়মন্ড ওর্য়াল্ড এর নোসপিনসহ মোট ৩০ টি পুরস্কার।
৩:০০ – ৩:২০ মিঃ
মজার বাক্স।
৩:২০ – ৩:৩০ মিঃ
ফ্যাশন শো পরিবেশনা।
০৩:৩০-০৫:৫০
সাংস্কৃতিক অনুষ্ঠান (গান, কবিতা, কৌতুক ও আবৃত্তি অন্যান্য পরিবেশনা।
কৌতুক পরিবেশনায়ঃ
প্রিন্স আলমগীর ও অন্যান্য শিল্পী
৫:৫০ – ৬:০৫ মিঃ
কফি ব্রেক।
৬:০৫ -৭:০০ মিঃ
ডি জে পরিবেশনা, উলালা, উলালা।
৭:০০- ৭:৫০ মিঃ
রাফেল ড্র এর ফলাফল ঘোষনা
৭:৫০ – ৮:০০ মিঃ
অনুষ্ঠান আয়োজনের হিসাব উপস্থাপন
৮:০০ মিঃ
অনুষ্ঠান সমাপ্তি।
“আমরাই বন্ধু, বন্ধনে ৯১”