প্রসঙ্গ সিলেটের জনগনের নিরাপত্তা নিয়ে।
- আপডেটের সময় : ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
- / ৬৮৩ টাইম ভিউ
মান্না সরদার ইতালী থেকে : চারিদিকে শুধু উন্নয়নে বন্যা আমরা সাধারণ জনগন দেখতেপাচ্ছি, বর্তমান ভোটার বিহীন সরকারের কাছ থেকে। কোন দিকে উন্নয়নের শেষ নাই বাংলাদেশের। উন্নয়ন শুধু সরকারই বলচে,বাস্তবে দেশের মানুষ নিরাপত্তার কারণে মরছে, এ কি অবস্তা আমদের সোনার বাংলাদেশের। যখন আমরা জাতীয় সংগীত গান গায়, তখন আমরা বলি আমার সোনার বাংলা আমি তুমায় ভালোবাশি। আমরা কি এই কথাটি মূল্য দিতে পেরেছি সকারের কাচে আমার ? । আমি বলবো এই সরকারের কাছে দেশের জনগনের কোন মুল্য নেই বললেই চলে। চারিদিকে শুধু ভেজাল আর দুর্নীতি বরে গেছে দেশের ভিতরে। মানুষ বাঁচার জন্য যে তিন বেলা খাবার খায় সেকানে বেজাল। মানুষ বাচার জন্য হসপিটালে জায় সেকানে ও চলে দুর্নীতি। মানুষ বাচার যে ডাক্তারের কাচে যায় সে ডাক্তার গুলো দেখা জায় অবৈধ লাইসেন্স ভিহিন ঠিক সরকারে মত। দেশের মানুষ বাচার জন্য যে ওষুধ কিনে খায় সেকানে থাকে মেয়াদোত্তীর্ণ। বাচ্চা শিশু ইস্কুলে জেতে হলে ঘড় তেকে জখন বের হয় মা বাবা তাকেন অস্তির। আর নয় কখনো কি আবার নুসরাতের মতো দর্শনের নি শিকার হয়। বাসাত থেকে বের হলে , মা, বাবা,বাভে কখনো কি গুম হয়ে জায় আমার ছেলে। রাস্তা গাটে চলার পথে কখন কোন কি বিপদে পরে তার কোন সেষ নাই।কারন জারা আমাদের কে নিরাপত্তা দিভে ওদের কে দেখলে মানুষ এখন ভয় পায়। এক্সিডেন্টত আছেই আকাশ পথে, হউক আর স্থল পথে হউক। এবং কি দুর্নীতিতে ও শীর্ষ বাংালদেশ। সিক্কাকে মাদকের শক্তি ঢুকিয়ে ববি আজ হয়ে গেচে সম্রাট ৷ আজ মানুষের কোন দিকে নিরাপত্তা নাই বলে চলে। আজ আমার নিজ জন্ম স্তান কুলাউরাতে ট্রেন দুর্ঘটনায় এতো গুল মানুষ মারা গেল এর দায় বার কে নিভে সরকারে কাছে আমার ? কিন্তু এটা নতুন কিছু নয়। আর কয়েক বার এই সিলেট টু ঢাকার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে সিলেটের মানুষ। সিলেটের জারা এম পি মিনিস্টার সরকারি দায়িত্ব নিয়ে কাজ করেন থাহাদের কে আমি আহবান করব তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে।পরিশেষে বলবো গত কাল মর্মান্তিক ট্রেন দূর ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন,তাদের পাশে সাহায্য সহযোগিতা করার জন্য কুলাউড়ার প্রশাসন, আমদের যুব সমাজ,আমদের স্তানিয় রাজনীতিবিদ,আমদের স্বাস্থ্য অধিদপ্তর কে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল জারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং জারা আহত হয়ে ছেন ওরা জেন সুস্থ সুন্দর ভাবে ঘরে ফিরতে পারে তাহাদের প্রতি একান্ত আমার দোয়া রহিলো, আমিন,,।