পালেরমো বিএনপির সম্পাদক আখন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ৭২৪ টাইম ভিউ
পালেরমো বিএনপির সম্পাদক আখন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি
ইতালি পালেরমো বিএনপির সাধারণ সম্পাদক আকবার হোসেন মাসুদ আকন এর ব্যক্তিগত উদ্যােগে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের নেতা ও কর্মিদের কে নিয়ে পালেরমো স্থানীয় একটি রেস্টুরেন্টে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সহ সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া, সহ – সাংস্কৃতিক বিষয় সম্পাদক তনির খান, সদস্য হাজী খোরশেদ আলম, আসাহিদ আহমেদ মোসাহিদ, জিল্লুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পালেরমো বি এন পির সভাপতি মোহাম্মদ বদরুল আলম শিপু, সিঃ সহ সভাপতি লিটন মল্লিক, হাসান নুর চৌঃ, আবদুল কাদের, ইসমাইল হোসেন, আমিরুল হোসেন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মাহাতাবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসান জামাল তালুকদার,পালেরমো বি এন পির সন্মানিত উপদেষ্টা ছিদিকুর রহমান ছানি ভূইয়া, রোমা জামে মসজিদের সভাপতি মাওলানা জহির উদ্দিন, বি এন পির উপদেষ্ঠা আলতা মির্জ্জা, মমিন মোল্লা, আবুল কালাম আজাদ,কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম প্রধান উপদেষ্টা -মোঃ আল্লাউদ্দিন ভাই সহ স্থানীয় বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম এর উপদেষ্টা জনাব – মোসাহিদ আলী খান, সিলেট ফোরামের – সভাপতি জনাব – আমির আলী, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম এর সভাপতি জনাব – হান্নান খান (এক অংশের),সিলেট ফোরা মের সিঃ সহ সভাপতি ও যুব দল নেতা – মোতাহের হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক – আলী মোহাম্মদ, বৃহত্তর সিলেট বিভাগীয় ফোরামের সভাপতি রোশোন মিয়া, কুমিল্লা ফোরামের – সাধারণ সম্পাদক – ইকবাল হোসেন, কুমিল্লা ফোরামের সাংগঠনিক সম্পাদক – মাহবুবর রহমান, সহ বি এন পির, যুবদল, জিয়া পরিষদ আরও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন বি এন পির নেতা – এস এম মহসিন, জামাল উদ্দিন, কামাল হোসেন মিঠু, দেলোয়ার হোসেন, এস এম আব্দুল জলিল, আলমগির হোসেন, নবী হায়দার, স্বপন আলী প্রমুখ।