ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে

দেশের জন্য যা করতে চাইলেন জেসিয়া

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • / ১৩৭০ টাইম ভিউ

‘মিস ওয়ার্ল্ড বা বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতার মঞ্চে নিজের ইচ্ছের কথা জানালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ও ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগী জেসিয়া ইসলাম।
‘মিস ওয়ার্ল্ড’ এর নতুন বিভাগ ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে তার সে ইচ্ছের কথা বলেন। বাংলাদেশের গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেসিয়া।
রোববার ‘মিস ওয়ার্ল্ড’ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই পর্বের ভিডিওটি আপলোড করা হয়।
‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে অন্যান্য বিষয়ের সঙ্গে প্রতিযোগীদের ভবিষ্যতে কর্ম পরিকল্পনা ও দেশে ফিরে গিয়ে কে কী করতে চান, সে বিষয়ে জানতে চাওয়া হয়। তার আগে প্রতিযোগীদের নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করা হয়ভ তথ্য চিত্রে জেসিয়া ইসলাম নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের সমঅধিকার নিয়ে কাজ করার ইচ্ছা কথা জানান।
সেই সূত্র ধরে মঞ্চের উপস্থাপক জেসিয়ার কাছে জানতে চান, কীভাবে এটা তিনি করবেন। এ প্রশ্নের জবাবে জেসিয়া ইসলাম বলেন, নারীদের জন্য তিনি একটি সংগঠন তৈরি করবেন। আর সেই সংগঠনের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
নারীদের শিক্ষিত, স্বনির্ভর ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতেও কাজ করার তার ইচ্ছা আছে বলে জানান জেসিয়া। পর্যায়ক্রমে চীনের সানাইয়া সিটিতে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার পর্ব এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগটি এ বছর নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। এ থেকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই শীর্ষ ৪০ জন সুন্দরীকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করা হবে। চলতি মাসের ১৮ নভেম্বর ‘মিস ওয়ার্ল্ড’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগী এতে অংশ নেন।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম অায়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজের’ চেয়ারম্যান স্বপন চৌধুরী এর আগে  জানিয়েছেন, ৬ নভেম্বরের পর সঙ্গে নিয়ে যাওয়া পাটের তৈরি জিনিসপত্র জেসিয়া সংশ্লিষ্টদের সামনে তুলে ধরবেন; যা নিলামে উঠবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন চ্যারিটেবল ফান্ডে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত প্রতিযোগিতা। পরদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশে চীন ছাড়বেন জেসিয়া ইসলাম।’

পোস্ট শেয়ার করুন

দেশের জন্য যা করতে চাইলেন জেসিয়া

আপডেটের সময় : ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭

‘মিস ওয়ার্ল্ড বা বিশ্ব সুন্দরী’ প্রতিযোগিতার মঞ্চে নিজের ইচ্ছের কথা জানালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ও ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগী জেসিয়া ইসলাম।
‘মিস ওয়ার্ল্ড’ এর নতুন বিভাগ ‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে তার সে ইচ্ছের কথা বলেন। বাংলাদেশের গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জেসিয়া।
রোববার ‘মিস ওয়ার্ল্ড’ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই পর্বের ভিডিওটি আপলোড করা হয়।
‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে অন্যান্য বিষয়ের সঙ্গে প্রতিযোগীদের ভবিষ্যতে কর্ম পরিকল্পনা ও দেশে ফিরে গিয়ে কে কী করতে চান, সে বিষয়ে জানতে চাওয়া হয়। তার আগে প্রতিযোগীদের নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করা হয়ভ তথ্য চিত্রে জেসিয়া ইসলাম নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের সমঅধিকার নিয়ে কাজ করার ইচ্ছা কথা জানান।
সেই সূত্র ধরে মঞ্চের উপস্থাপক জেসিয়ার কাছে জানতে চান, কীভাবে এটা তিনি করবেন। এ প্রশ্নের জবাবে জেসিয়া ইসলাম বলেন, নারীদের জন্য তিনি একটি সংগঠন তৈরি করবেন। আর সেই সংগঠনের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
নারীদের শিক্ষিত, স্বনির্ভর ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতেও কাজ করার তার ইচ্ছা আছে বলে জানান জেসিয়া। পর্যায়ক্রমে চীনের সানাইয়া সিটিতে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার পর্ব এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগটি এ বছর নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। এ থেকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই শীর্ষ ৪০ জন সুন্দরীকে পরবর্তী পর্বের জন্য নির্বাচিত করা হবে। চলতি মাসের ১৮ নভেম্বর ‘মিস ওয়ার্ল্ড’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগী এতে অংশ নেন।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র অন্যতম অায়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজের’ চেয়ারম্যান স্বপন চৌধুরী এর আগে  জানিয়েছেন, ৬ নভেম্বরের পর সঙ্গে নিয়ে যাওয়া পাটের তৈরি জিনিসপত্র জেসিয়া সংশ্লিষ্টদের সামনে তুলে ধরবেন; যা নিলামে উঠবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন চ্যারিটেবল ফান্ডে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত প্রতিযোগিতা। পরদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশে চীন ছাড়বেন জেসিয়া ইসলাম।’